ক্রীড়ার মাধ্যমে কিশোরী বালিকাদের ক্ষমতায়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সচেতনতা গড়ে তুলতে সেমিনার
Published: 19th, May 2025 GMT
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ-এর পারস্পরিক সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জ এর আয়োজনে `Day Observation Sports for Development Programme’ এর আওতায় বালিকাদের অংশগ্রহণে একটি সেমিনারের আয়োজন করা হয়। সোমবার (১৯ মে) হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল ক্রীড়ার মাধ্যমে কিশোরী বালিকাদের ক্ষমতায়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা গড়ে তোলা। সেমিনারে বালিকাদের অংশগ্রহণে ক্রীড়া, নেতৃত্বগুণ, দলগত কাজ এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব ফারজানা আক্তার সাথী, ইউনিসেফ প্রতিনিধিগণ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ, ক্রীড়া প্রশিক্ষক এবং বালিকাদের অভিভাবকগন ও সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন জনাব নাজমুন্নাহার, গবেষনা কর্মকর্তা, জেলা শিক্ষ অফিস, নারায়ণগঞ্জ এবং জনাব শিশির কুমার বালা, প্রধান শিক্ষক, হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়, ভূইঘর, নারায়ণগঞ্জ।
সেমিনারে বালিকাদের উন্নয়নে খেলাধুলার গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন বক্তারা। এই ধরণের উদ্যোগ ভবিষ্যত প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে জেলা ক্রীড়া অফিসার, নারায়ণগঞ্জ আশাবাদ ব্যক্ত করেন এবং অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লা থানা যুবদলের দোয়া
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ) বাদ এশা সদর উপজেলার দক্ষিণ সস্তাপুরে ফতুল্লা থানা যুবদল নেতা তৌহিদ মাহমুদ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
ফতুল্লা থানা যুবদল নেতা তৌহিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাশুকুল ইসলাম রাজিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকেরবিএনপি নেতা মজিবুর রহমান সরকার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আঃ জব্বার, মহানগর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রাইয়ান হক,যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সুমন, সদস্য রুহুল আমিন,নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসকে শাহীন, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক মো.জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, যুবদল নেতা নাজমুল হাসান, জাহিদুল হাসান, মেহেদী হাসান শ্যামল, আরিফ হোসেন, সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবদলের নেতৃবৃন্দ।