কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহরের দাবি বিএনপির
Published: 19th, May 2025 GMT
‘কুমিল্লায় বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্য দেওয়ার ৩ দিন পর এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।
সোমবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়। এর আগে গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে কুমিল্লায় আহত-শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ ওই মন্তব্য করেছিলেন।
সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো.
তিনি আরও বলেন, ‘হাসনাত আবদুল্লাহ কিংস পার্টিখ্যাত (রাজার পার্টি) এনসিপির মুখপাত্র। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। তাকে (হাসনাত) রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হবে এবং অন্য দল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হবে।
অধ্যক্ষ মো. সেলিম সেলিম ভূঁইয়া বলেন, হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়। তিনি আগামী সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার না করলে কুমিল্লায় কোনো অনুষ্ঠান হাসনাত আব্দুল্লাহকে করতে দেওয়া হবে না।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. সেলিম ভূঁইয়া বলেন, হাসনাত আবদুল্লাহকে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের জন্য ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হলো। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি আমিন-উর রশিদ ইয়াছিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিক-উর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা।
হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনের বাসিন্দা। তিনি ওই আসন থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে বিএনপির আল্টিমেটামের বিষয়ে হাসনাতের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকার কল করা হলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ব এনপ র র জন ত
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন