Samakal:
2025-06-24@04:22:53 GMT

কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার

Published: 20th, May 2025 GMT

কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারী নির্যাতন মামলায় ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত আসছে.

..

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জিমেইল ব্যবহারকারীদের জন্য সুখবর

জিমেইল ও গুগল ক্যালেন্ডারের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে চ্যাটজিপিটি। নতুন এ সুবিধা চালু হলে জিমেইল ব্যবহারকারীরা চ্যাটজিপিটির সহায়তায় ই–মেইল বিশ্লেষণ, উত্তর তৈরিসহ ক্যালেন্ডারে ইভেন্ট যুক্ত করার মতো কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন। এরই মধ্যে চ্যাটজিপিটির নির্বাচিত ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে নতুন এ সুবিধা ব্যবহার করতে পারছেন।

বর্তমানে চ্যাটজিপিটির ব্যবহারকারীরা ‘ডিপ রিসার্চ’ নামের একটি ফিচারের মাধ্যমে তাঁদের জিমেইল অ্যাকাউন্টের নির্দিষ্ট কিছু তথ্য বিশ্লেষণ করতে পারলেও সরাসরি কোনো ই–মেইল খুলে তা পড়া বা সারাংশ দেখতে পারেন না। এ সমস্যা সমাধানে জিমেইল ও গুগল ক্যালেন্ডারে পরীক্ষামূলকভাবে ইন্টিগ্রেশন সুবিধা চালু করছে চ্যাটজিপিটি।

নতুন সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু হলে চ্যাটজিপিটি ব্যবহার করে সহজেই ই–মেইলের সারাংশ দেখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী উত্তরও লেখা যাবে। একই সঙ্গে ক্যালেন্ডারে সরাসরি ইভেন্ট তৈরি করে নেওয়ার সুবিধাও মিলবে। এর ফলে জিমেইল ব্যবহারকারীরা তাঁদের দৈনন্দিন কাজ আরও সংগঠিতভাবে সম্পাদন করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক গবেষক টিবো জানিয়েছেন, নতুন এই সুবিধা চ্যাটজিপিটির ‘সার্চ’ ফিচারের সঙ্গে সংযুক্ত থাকতে পারে। কারণ, ওপেনএআইয়ের একাধিক সহায়ক পেজে এ–সংক্রান্ত ইঙ্গিত পাওয়া গেছে। শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করতে পারে ওপেনএআই।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

সম্পর্কিত নিবন্ধ