‘মেয়েকে বললাম, বৈভব সূর্যবংশীকে দেখ। ওর বয়স ১৪, তোর ১২।’

‘ধোনিকে দেখেন, তিনি কিন্তু এখনো খেলছেন, বাবা।’

‘বাদ দে’—মেয়ের সঙ্গে আলোচনা সেখানেই থামিয়ে দিতে বাধ্য হলেন বাবা।

এই বাবার নাম আকাশ চোপড়া। ভারতের সাবেক ওপেনার। ক্রিকেট বিশ্লেষক হিসেবেই এখন যিনি বেশি পরিচিত।

আকাশের মেয়ে ধোনির প্রসঙ্গ টেনেছে বাবার বয়সের কথা ভেবেই। চোপড়ার বয়স ৪৭, ধোনির ৪৩। ভারতের সাবেক অধিনায়ক ধোনি এখনো খেলে চলেছেন আইপিএলে। অবসরের চিন্তা সম্ভবত মাথায় এখনো জায়গা দেননি। গুঞ্জন আছে, ২০২৬ আইপিএলেও খেলতে পারেন টুর্নামেন্টের ইতিহাসের তৃতীয় বয়সী খেলোয়াড় ধোনি। যিনি কিনা এবারের টুর্নামেন্টের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়।

আকাশ চোপড়া হঠাৎ ধোনি ও সূর্যবংশীর প্রসঙ্গ টানেননি। ধোনি যেমন এবারের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়, তেমনি সূর্যবংশী এবারের তো বটেই, আইপিএল ইতিহাসেই সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। সেই দুই খেলোয়াড় আজ প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন ক্রিকেট মাঠে। আলোচনা তো হবেই।

এবারের আইপিএলটা খুব ভালো কাটেনি ধোনির.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’

‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের 

সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। 

তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের  ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান। 

এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন। 

সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ