‘বুড়ো’ ধোনি আর ‘পুঁচকে’ সূর্যবংশী আজ মুখোমুখি
Published: 20th, May 2025 GMT
‘মেয়েকে বললাম, বৈভব সূর্যবংশীকে দেখ। ওর বয়স ১৪, তোর ১২।’
‘ধোনিকে দেখেন, তিনি কিন্তু এখনো খেলছেন, বাবা।’
‘বাদ দে’—মেয়ের সঙ্গে আলোচনা সেখানেই থামিয়ে দিতে বাধ্য হলেন বাবা।
এই বাবার নাম আকাশ চোপড়া। ভারতের সাবেক ওপেনার। ক্রিকেট বিশ্লেষক হিসেবেই এখন যিনি বেশি পরিচিত।
আকাশের মেয়ে ধোনির প্রসঙ্গ টেনেছে বাবার বয়সের কথা ভেবেই। চোপড়ার বয়স ৪৭, ধোনির ৪৩। ভারতের সাবেক অধিনায়ক ধোনি এখনো খেলে চলেছেন আইপিএলে। অবসরের চিন্তা সম্ভবত মাথায় এখনো জায়গা দেননি। গুঞ্জন আছে, ২০২৬ আইপিএলেও খেলতে পারেন টুর্নামেন্টের ইতিহাসের তৃতীয় বয়সী খেলোয়াড় ধোনি। যিনি কিনা এবারের টুর্নামেন্টের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়।
আকাশ চোপড়া হঠাৎ ধোনি ও সূর্যবংশীর প্রসঙ্গ টানেননি। ধোনি যেমন এবারের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়, তেমনি সূর্যবংশী এবারের তো বটেই, আইপিএল ইতিহাসেই সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। সেই দুই খেলোয়াড় আজ প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন ক্রিকেট মাঠে। আলোচনা তো হবেই।
এবারের আইপিএলটা খুব ভালো কাটেনি ধোনির.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.১৮ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ জুন থেকে ৩ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.১৮ শতাংশ।
শনিবার (৫ জুলাই) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৩০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৪১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১১ পয়েন্ট বা ১.১৮ শতাংশ।
এর আগের সপ্তাহের (২২ থেকে ২৬ জুন) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.১৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৩০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১৪ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ।
ঢাকা/এনটি/ইভা