কিশোরগঞ্জে ‘সিলেকশনসে’র নতুন শোরুম
Published: 20th, May 2025 GMT
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের গৃহনির্মাণসামগ্রী ব্র্যান্ডগুলোর এমপোরিয়ামখ্যাত ‘সিলেকশনসে’র নতুন ফ্ল্যাগশিপ শোরুমের যাত্রা শুরু হলো কিশোরগঞ্জে।
সম্প্রতি কিশোরগঞ্জ সদরের ডুবাইল মোড়ের গাইটাল বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত অত্যাধুনিক শোরুমটি উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন বিজনেস অ্যাসোসিয়েট মো.
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘সিলেকশনসের যাত্রা শুরু হয়েছিল গৃহনির্মাণ ও ইন্টেরিয়র সলিউশনে ক্রেতাদের সব ধরনের প্রয়োজন এক জায়গায় পূরণের প্রত্যয়ে। সে লক্ষ্যেই কিশোরগঞ্জে নতুন ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধন। এখানে আকিজ বশির গ্রুপের প্রিমিয়াম মানের টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট, বোর্ড, দরজাসহ নানাবিধ পণ্য এক ছাদের নিচে সহজেই পাওয়া যাবে, যা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ, কার্যকর ও মানসম্মত করে তুলবে।’
‘সিলেক্ট ফ্রম দ্য বেস্ট’ স্লোগান নিয়ে ২০২২ সালের অক্টোবরে সিলেকশনস ব্র্যান্ডটি যাত্রা শুরু করে। এর আগে ব্র্যান্ডটির ছয়টি ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধন হয় ঢাকার বনানী, চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোড, সিলেটের মেন্দিবাগ ও পাটানটুলা, সাভারের শিমুলতলা এবং টাঙ্গাইলের কেয়া হল রোডে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক শ রগঞ জ স ল কশনস ম হ ম মদ
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জে ‘সিলেকশনসে’র নতুন শোরুম
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের গৃহনির্মাণসামগ্রী ব্র্যান্ডগুলোর এমপোরিয়ামখ্যাত ‘সিলেকশনসে’র নতুন ফ্ল্যাগশিপ শোরুমের যাত্রা শুরু হলো কিশোরগঞ্জে।
সম্প্রতি কিশোরগঞ্জ সদরের ডুবাইল মোড়ের গাইটাল বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত অত্যাধুনিক শোরুমটি উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন বিজনেস অ্যাসোসিয়েট মো. হামিদুর রহমান, আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মোহাম্মদ শাহরিয়ার জামান, রোসার হেড অব সেলস বিশ্বজিৎ পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অন্য কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘সিলেকশনসের যাত্রা শুরু হয়েছিল গৃহনির্মাণ ও ইন্টেরিয়র সলিউশনে ক্রেতাদের সব ধরনের প্রয়োজন এক জায়গায় পূরণের প্রত্যয়ে। সে লক্ষ্যেই কিশোরগঞ্জে নতুন ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধন। এখানে আকিজ বশির গ্রুপের প্রিমিয়াম মানের টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট, বোর্ড, দরজাসহ নানাবিধ পণ্য এক ছাদের নিচে সহজেই পাওয়া যাবে, যা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ, কার্যকর ও মানসম্মত করে তুলবে।’
‘সিলেক্ট ফ্রম দ্য বেস্ট’ স্লোগান নিয়ে ২০২২ সালের অক্টোবরে সিলেকশনস ব্র্যান্ডটি যাত্রা শুরু করে। এর আগে ব্র্যান্ডটির ছয়টি ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধন হয় ঢাকার বনানী, চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোড, সিলেটের মেন্দিবাগ ও পাটানটুলা, সাভারের শিমুলতলা এবং টাঙ্গাইলের কেয়া হল রোডে।