সূর্যবংশীর নতুন রেকর্ড, ধোনির চেন্নাইকে উড়িয়ে শেষটা রাঙাল রাজস্থান
Published: 20th, May 2025 GMT
বৈভব সূর্যবংশী ব্যাট হাতে ঝড় তোলা মানেই যেন আইপিএলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কোনো না কোনো রেকর্ড গড়া। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও আজ স্বভাবসুলভ ব্যাটিংই করলেন সূর্যবংশী। ৪টি করে চার ও ছক্কায় রাজস্থান রয়্যালসকে উপহার দিলেন ৩৩ বলে ৫৭ রানের ঝলমলে ইনিংস।
ওই ৪ ছক্কায় শেষটি মেরেই সূর্যবংশী গড়লেন নতুন রেকর্ড। আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই ২৪টি ছক্কা মারলেন তিনি, যা এক মৌসুমে ২০ বছরের কম বয়সী ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ।
২০১৭ আসরে ঋষভ পন্তও ২৪টি ছক্কা মেরেছিলেন। সেই সময় পন্তের বয়স ছিল ১৯ বছর ৭ মাস। সূর্যবংশী মাত্র ১৪ বছর ১ মাস বয়সেই পন্তকে ছুঁয়ে ফেললেন। কিন্তু এককভাবে রেকর্ডটা নিজের করে নিতে পারবেন না তিনি।
কারণ, এই ম্যাচটিই যে এবারের মৌসুমে রাজস্থান রয়্যালসের শেষ ম্যাচ ছিল! প্লে–অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে পড়া রাজস্থান অবশ্য শেষটা দারুণভাবে রাঙিয়ে রাখল। চেন্নাইকে উড়িয়ে দিল ৬ উইকেটে।
সংক্ষিপ্ত স্কোরচেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৮৭/৮ (মহাত্রে ৪৩, ব্রেভিস ৪২, দুবে ৩৯, ধোনি ১৬; আকাশ ৩/২৯, যুধবীর ৩/৪৭, হাসারাঙ্গা ১/২৭, দেশপান্ডে ১/৩৩)।
রাজস্থান রয়্যালস: ১৭.
ফল: রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আকাশ মাধওয়াল।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র কর ড
এছাড়াও পড়ুন:
হাদিকে গুলির ঘটনায় কে এই ফয়সাল করিম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গতকাল পুরানা পল্টনে গুলি করা হয়েছে। প্রথম আলো খোঁজ নিয়ে জানতে পেরেছে, ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। তাঁর পুরো নাম ফয়সাল করিম দাউদ খান।