বয়স যা–ই হোক, গাছভর্তি ফুলের দিকে তাকালে মনে হতে পারে আকাশে নীলের দেশে বেগুনি রঙের টুকরা মেঘ ভাসছে। গাছটি কত বছরের, এ প্রশ্ন হয়তো কারও মনেই আসে না। ‘আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে’—এ রকম ফুলের দিকে তাকিয়ে কারও কারও অনেকটা সময় কেটে যায়, বেলা বয়ে যায়।

অনেক গাছের ভিড়ে আলাদা মর্যাদা নিয়ে একটি জারুলগাছ দাঁড়িয়ে আছে মানুষের ভালোবাসায়। এ রকমই একটি জারুলগাছ আছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরপারের গ্রাম রক্তায়। যার বয়স অনেক বছর, দেড় শ পেরিয়ে গেছে। গ্রীষ্ম এলেই পাতাঝরা শাখাগুলো পূর্ণ হয়ে বেগুনি রঙের বন্যা আসে। অনেক দূরের মানুষকেও ‘দাঁড়াও পথিকবর’ বলে কাছে টানে।

গ্রীষ্ম এলেই জারুলগাছে বেগুনি রঙের বন্যা আসে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ