বরগুনায় দুজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার
Published: 21st, May 2025 GMT
বরগুনায় পৃথক স্থান থেকে দুজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ মে) দুপুর দেড়টার দিকে সদরের খাজুরা এলাকার কলাবাগান থেকে নাঈম (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, দুপুর ১টার দিকে পৌর শহরের পশু হাসপাতাল সড়কের একটি বাসা থেকে রোজী (৪৭) নামের মধ্যবয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নাঈমের মা কুলসুম বেগম বলেন, ‘‘গত তিন দিন ধরে নাঈম নিখোঁজ ছিল। অনেক যায়গায় খোঁজাখুঁজির পরেও না পেয়ে ভেবেছিলাম, হয়তো রাগ করে বাড়ি ফিরছে না।’’
আরো পড়ুন:
গড়াই নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
মৃত্যুর ৩ মাস পর পরিবার পেল প্রবাসীর মরদেহ
রোজীর বাবা মকবুল হোসেন বলেন, ‘‘চার দিন ধরে রোজীর মোবাইলে ব্যবহৃত নম্বর বন্ধ ছিল। আজ দুপুরে ওর বাসায় গিয়ে মালিকের সহযোগিতায় ঘরের তালা ভেঙে বাথরুমে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেই।’’
বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘‘পৃথক স্থান থেকে এক যুবক ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’’
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, ‘‘পৃথক মরদেহ উদ্ধারের পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/ইমরান/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ বরগ ন
এছাড়াও পড়ুন:
ম্যানইউকে হারিয়ে ইউরোপার চ্যাম্পিয়ন টটেনহ্যাম
প্রিমিয়ার লিগের চূড়ান্ত ব্যর্থ দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম। লিগ টেবিলে অবস্থানও পিঠাপিঠি। রেড ডেভিলসরা ১৬, স্পার্সরা ১৭! তাদের এক দলের সামনে ইউরোপের প্রতিযোগিতা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। সুযোগ আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার।
ওই লড়াইয়ে বুধবার রাতে স্পেনের সাম মেমেসে ১-০ গোলের জয় পেয়েছে টটেনহ্যাম। ব্যর্থ মৌসুমেও জিতেছে বড় এক শিরোপা। লিগে তলানিতে থেকেও প্রিমিয়ার লিগের ষষ্ঠ দল হিসেবে জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে।
স্পার্সরা খুবই বাজে খেলে, পুরো ম্যাচে ব্যাকফুটে থেকে শিরোপা জিতেছে। ম্যাচের ৪২ মিনিটে ব্রেনান জনসন স্পার্সদের হয়ে গোলের লক্ষ্যে একমাত্র শটটি নেন। তাতে গোলও পেয়ে যান তিনি।
অন্যদিকে ম্যানইউ ম্যাচে ৭৭ শতাংশ বল পায়ে রেখে, ১৬টি আক্রমণ তুলেও পরাজিত দল। এই হারে রেড ডেভিলসরা আগামী মৌসুমের পরিকল্পনায় বড় ধাক্কা খেল। ম্যানইউ-এর নতুন কোচ রুবেন আমোরিম ও ম্যানইউ বোর্ডের ইচ্ছে ছিল চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা হলে নতুন দল গড়তে দলবদলের বাজারে মোটা অঙ্কের অর্থ খরচ করবে। যা নস্যাৎ হয়ে গেল