আব্দুল আলীমের স্বাধীনতা পুরস্কার-একুশে পদক চুরি, উদ্ধার হয়নি ১৫ দিনেও
Published: 22nd, May 2025 GMT
বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী আব্দুল আলীমের স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ সাতটি মেডেল ও সম্মাননা স্মারক চুরির ১৫ দিন পার হলেও তা উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ জানায়, গত ৮ মে রাতে এই চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে কয়েকজন সন্দেহভাজনকে দেখা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (২৩ মে) সকালে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন রাইজিংবিডিকে বলেন, “এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ নিয়ে তিন সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও তদন্তে নেমেছে।”
পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, চুরি যাওয়া পদকগুলোর মধ্যে রয়েছে ১৯৭৭ সালের একুশে পদক, ১৯৯৭ সালের স্বাধীনতা পুরস্কার, ১৯৬০ সালে পাকিস্তানের প্রেসিডেন্টের কাছ থেকে পাওয়া 'তমঘা-ই-হুসন', এবং লাহোরের নিখিল পাকিস্তান সংগীত সম্মেলনে প্রাপ্ত দুটি সম্মাননা স্মারক। এছাড়া, সেদিন বাসা থেকে ৫০ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের কানের দুল ও একটি গলার হারও চুরি হয়েছে।
পুলিশ জানায়, আব্দুল আলীমের মেয়ে আছিয়া আলীম খিলগাঁও সি ব্লকের পুনর্বাসন আবাসিক এলাকার তিন তলা বাড়ির নিচতলায় থাকেন। ঘটনার দিন সন্ধ্যা সাতটার দিকে তিনি হাঁটতে বের হন। ৫০ মিনিট পর বাসায় ফিরে ঘরের তালা ভাঙ্গা এবং সবকিছু এলোমেলো দেখতে পান। নিচ তলার অপর ইউনিটে তার দুই ভাই স্ত্রী সন্তানসহ থাকেন। তিন তলা বাড়িটির ছয় ইউনিটের আব্দুল আলীমের পাঁচ সন্তান থাকেন।
ঢাকা/এমআর/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল