বিদেশে ভাষা শিক্ষা কোর্সের ফি পাঠানো সহজ হলো
Published: 22nd, May 2025 GMT
বিদেশে ভাষা কোর্সে ভর্তি ও পড়াশোনার ফি পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলোকে অর্থ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না। আবার বিদেশে ভাষা শিক্ষার জন্য ব্যাচেলর ডিগ্রির পূর্বশর্তও প্রযোজ্য হবে না। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
বিদ্যমান নিয়মে বিদেশে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাচেলর, পোস্ট গ্র্যাজুয়েট, কিংবা ব্যাচেলর ডিগ্রির পূর্বশর্ত হিসেবে ভাষা শিক্ষা কোর্স এবং পেশাগত ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করার জন্য ব্যাংকগুলো প্রাধিকারপ্রাপ্ত। এখন থেকে শিক্ষার্থীরা ভাষা শিক্ষা কোর্সে ভর্তি ফি ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারবেন।
সংশ্লিষ্টরা জানান, ভাষা শিক্ষা কোর্স বিদেশে চাকরি পাওয়ার জন্য সহজ পন্থা হিসেবে কাজ করে। বিশেষ করে জাপানে ভাষা শিক্ষা কোর্স সার্টিফিকেট থাকলে চাকরি পেতে সুবিধা হয়। এই প্রক্রিয়ায় রিক্রুটিং এজেন্সির সংশ্লিষ্টতা থাকার প্রয়োজন হয় না। তারা বলেন, নতুন এই নীতির ফলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করা যায়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
হাদিকে গুলির ঘটনায় কে এই ফয়সাল করিম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গতকাল পুরানা পল্টনে গুলি করা হয়েছে। প্রথম আলো খোঁজ নিয়ে জানতে পেরেছে, ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। তাঁর পুরো নাম ফয়সাল করিম দাউদ খান।