বিভাগের নাম সংস্কারসহ তিন দফা দাবিতে সকাল থেকে করা অনশন প্রত্যাহার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ মে) দাবি মেনে নেওয়ায় সন্ধ্যা ৬টায় তারা অনশন প্রত্যাহার করেছেন। 

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ফোকলোর বিভাগের নাম পরিবর্ধন/সংস্কার, যাতে বিষয়টির স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়; পিএসসি ও ইউজিসিতে ফোকলোর বিষয়ের নাম সংযুক্ত করে কোড প্রদান নিশ্চিত করা; পরীক্ষার ফলাফল ১ মাসের মধ্যে প্রকাশ করা এবং নির্ধারিত সময়ে ক্লাস রুটিন প্রকাশ করা। এছাড়া তাদের অন্যতম দাবি ছিল, বৃহস্পতিবারের মধ্যে ডিন অফিসে বিভাগ থেকে স্মারকরিপি দিতে হবে। 

আরো পড়ুন:

সিকৃবিতে ক্যাফেটেরিয়ার খাবারে পোকার লার্ভা

বেরোবিতে আইইএলটিএস কোর্স চালু

বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া শুভ বলেন, “আমাদের যে দাবিগুলো ছিল, সেগুলো মেনে নেওয়া হয়েছে এবং ডিন অফিসে স্মারকরিপি দেওয়া হয়েছে। তাই আমরা অনশন প্রত্যাহার করেছি।”

বিভাগের সভাপতি অধ্যাপক মো.

জাহাঙ্গীর হোসেন বলেন, “আমরা শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ডিন অফিসে স্মারকরিপি দিয়েছি। তাদের দাবি আমরা মেনে নিয়েছি। তারা অনশন প্রত্যাহার করেছে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অনশন ফ কল র ব

এছাড়াও পড়ুন:

কক্সটুডে ও ডিমোরের সমন্বয় সভা অনুষ্ঠিত

দেশের পর্যটন খাতের অন্যতম শীর্ষ ব্র্যান্ড কক্সটুডে ও এর চেইন প্রতিষ্ঠান ডি’মোরের যৌথ বিক্রয় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৪ জুলাই) কক্সবাজারের ‘হোটেল দ্য কক্সটুডে’-তে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৈউম চৌধুরী। এছাড়া ডি’মোর ও কক্সটুডের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) ও পর্যটন বিশেষজ্ঞ মহিউদ্দিন খান খোকন উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সভায় মহিউদ্দিন খান খোকন বলেন, “আমরাই দেশে প্রথমবারের মতো পর্যটন নগরীগুলোতে তিন তারকা ও পাঁচ তারকা মানের চেইন হোটেল চালু করেছি। ভ্রমণপ্রেমীদের জন্য আমাদের প্রতিটি হোটেলেই মানসম্মত সেবা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়।”
তিনি আরো জানান, ডি’মোর মূলত কক্সবাজারের ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল ‘দ্য কক্সটুডে’র অঙ্গপ্রতিষ্ঠান। কুয়াকাটা, বান্দরবান, সাজেক, শ্রীমঙ্গল ও চট্টগ্রামে এর তিন তারকা হোটেল চালু হয়েছে। বর্তমানে এসব হোটেলে রয়েছে বিশেষ মূল্যছাড় ও অগ্রিম রুম বুকিংয়ের সুবিধা।

হোটেলের সেবাসমূহের মধ্যে রয়েছে ওয়েলকাম ড্রিংক, বুফে ব্রেকফাস্ট, এসি ও গিজার সুবিধা, ইনরুম মিনারেল ওয়াটার, কফি-চা, আনলিমিটেড ওয়াই-ফাই, সুইমিং পুল, জাকুজি, বাগান, পুলসাইড লাইভ মিউজিক, বারবিকিউ, মানসম্মত খাবার, ২৪ ঘণ্টা রুম সার্ভিস, নিরাপত্তাকর্মী দ্বারা নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা, রেস্টুরেন্ট ও পার্কিং সুবিধা।

তিনি বলেন, “আমাদের প্রতিটি ইউনিট করপোরেট ব্যবস্থাপনায় পরিচালিত হয়। প্রশিক্ষিত ও আন্তরিক কর্মীদের মাধ্যমে আমরা অতিথিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সভায় বক্তারা বলেন, কক্সবাজারকে দেশের পর্যটন রাজধানী এবং কুয়াকাটাকে সাগরকন্যা বলা হয়ে থাকে। দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে কক্সটুডে ও ডি’মোর দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ঢাকা/ ইভা 

সম্পর্কিত নিবন্ধ