চিন্তার মাঝে চলছে এখন অস্থির হাঁটাহাঁটি
থামছে না আর, অগ্নিশিখার উদ্যত বিদ্রোহ
হঠাৎ তাকায়, ঘরবাড়ি তাই জ্বলেপুড়ে ছারখার,
স্বস্তি কোথায়? দুশ্চিন্তারা হানা দেয় চারপাশে,
শরীর কাঁপছে, শঙ্কিত মন– সুখ আজ পরবাসে,
রাত শেষে ভোর, ঝিমোয় সকাল, রোদে নেই তার ধার,
শেষমেশ আশা স্বপ্ন দেখায়, কেটে যায় সব মোহ,
ফুঁসছে মানুষ, থামছে না আর দ্বন্দ্বের কাটাকাটি!
উৎপাদনের স্বত্বে এখন রাজপথ অবরোধ,
নির্মিত হয় গণশক্তির দুর্বার ভালোবাসা,
কোথায় তোমার সাবধানি চোখ দুরন্ত প্রেমভরা,
আয়োজন শেষ, প্রস্তুত দেখো কিন্নরী-অপ্সরা,
সাজায় যত্নে ঘর-পালঙ্ক, ভাসছে নতুন আশা,
দেনা নেই আর? করে যাই আজ সব ঋণ পরিশোধ!
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
হাদিকে গুলির ঘটনায় কে এই ফয়সাল করিম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গতকাল পুরানা পল্টনে গুলি করা হয়েছে। প্রথম আলো খোঁজ নিয়ে জানতে পেরেছে, ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। তাঁর পুরো নাম ফয়সাল করিম দাউদ খান।