বরগুনার তালতলীতে এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় সিদ্দিকুর রহমান (৬২) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার (২২ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে রাস্তার পাশে গাছ থেকে জাম পারছিল শিশুটি। এসময় সিদ্দিকুর রহমান জাম পেড়ে খাওয়ানোর কথা বলে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন:

লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে হামলা

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আ.

লীগ নেতা

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল বলেন, ‘‘আসামি সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।’’

ঢাকা/ইমরান/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২১ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ

হোয়াটসঅ্যাপ গ্রুপে যুবকের সঙ্গে পরিচয়। এরপর সখ্যতা। করেন ছবি আদান-প্রদান। এরপর সেই ছবি এডিট করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মাত্র আড়াই মাসে হাতিয়ে নেন ২১ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ ৬০ হাজার টাকা। পরে একাদশ শ্রেণিতে পড়ুয়া তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের চকবাজার বালি আর্কেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তরুণীর কাছ থেকে হাতিয়ে নেওয়া ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও বাকি স্বর্ণালঙ্কার বিক্রির ৫ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার শাফায়েত উল্লাহ আকাশ (১৯) সাতকানিয়া থানার দেওদিঘী উত্তর মাদার্শা এলাকার সিকদার বাড়ির মজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, মাত্র আড়াইমাস আগে নগরের কলেজ পড়ুয়ার ওই তরুণীর সঙ্গে আকাশের পরিচয় হয়। তরুণীর কাছ থেকে ছবি নিয়ে তা এডিটের মাধ্যমে অশ্লীল ও আপত্তিকরভাবে উপস্থাপন করেন আকাশ। এরপর ওই তরুণীর কাছ থেকে ২ লাখ টাকা দাবি করেন। নয়তো ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। মা-বাবার অজান্তে ওই তরুণী বিভিন্ন দফায় মায়ের ২১ ভরি স্বর্ণালঙ্কার আকাশকে দেন। পরে আরও ২ লাখ টাকা দাবি করলে ওই তরুণী কয়েক দফায় ১ লাখ ৬০ হাজার টাকা দেন। পরে বিষয়টি তরুণীর মা-বাবা জানতে পেরে পুলিশের সহায়তা নেন।

নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) আলমগীর হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে আকাশকে গ্রেপ্তার করেছে। তরুণীর কাছ থেকে হাতিয়ে নেওয়া  স্বর্ণালঙ্কার ও স্বর্ণালঙ্কার বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

সম্পর্কিত নিবন্ধ