বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ বলেনছেন, ‘জুলাই শহীদদের রক্তের বিনিময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্র সংস্কারের দায়িত্বে বসানো হয়েছে। কিন্তু কিছু রাজনৈতিক দল অধ্যাপক ইউনূসকে ঠিকঠাক কাজ করতে দিচ্ছে না। যাঁরা ক্ষমতার মোহ নিয়ে পাগল হয়ে আছেন, তাঁদের বলতে চাই, আপনারা এখনো তাঁদের দাসত্ব করছেন, যারা আওয়ামী লীগের দাসত্ব করে।’

আজ শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তাওসিফ ইমরোজ। ‘জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ’ শিরোনামে এ কর্মসূচির আয়োজন করে জুলাই ঐক্য চট্টগ্রাম। এর আগের নগরের আন্দরকিল্লা শাহি জামে মসজিদ থেকে মিছিল নিয়ে আসেন নেতা-কর্মীরা।

সমাবেশ আরও বক্তব্য দেন জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন, যুগ্ম সদস্যসচিব রাশেদুল আলম প্রমুখ।

বেলা দুইটার দিকে আন্দরকিল্লা শাহি জামে মসজিদ থেকে মিছিল শুরু করেন নেতা-কর্মীরা। পরে মিছিলটি নগরের চেরাগী মোড় হয়ে প্রেসক্লাব মোড়ে আসে। সেখানে সমাবেশ হয়। জুলাই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ৩৫টি সংগঠনের সমন্বয়ে ‘জুলাই ঐক্য’ নামের এই প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করে ৬ মে।

জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান বলেন, ‘দেশের বাইরে ও ভেতর থেকে একটি পক্ষ দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। ভারতীয় পরিকল্পনায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই, যদি জুলাইকে ব্যর্থ করার চেষ্টা করা হয়, তাহলে আবার জুলাই হবে। দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। যারা ঘাপটি মেরে বসে আছে, তাদের সবার সামনে আনতে হবে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চেষ্টা করলে আবারও বিপ্লব হবে।’

বক্তারা বলেন, ৩০ কর্মদিবসের মধ্যে আর মাত্র ২০ দিন বাকি। এ ২০ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। যাঁরা আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল করে নির্বাচন করতে চাইছেন, তাঁদের সফল হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জুলাই ঐক্য জোটের শরিকদের মধ্যে রয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ-আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স, বিপ্লবী ছাত্র পরিষদ, অ্যান্টিফ্যাসিস্ট কোয়ালিশন, প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-পুনাব, এসএডি (স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি), প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অব বাংলাদেশ-পুসাব, জুলাই মঞ্চ ইত্যাদি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নগর র আওয় ম

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ