ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা দীর্ঘদিন ধরেই রয়েছেন আড়ালে। সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে পপি বলেন, “চলচ্চিত্রে কাজ করার কারণে আমার অনেক বদনাম হয়েছে। তাই এখন সিনেমা নয় বরং সংসার, স্বামী আর সন্তান নিয়েই থাকতে চাই।”

পপির এই মন্তব্যে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন তার প্রথম চলচ্চিত্রের সহ-অভিনেতা ও নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।

তিনি রাইজিংবিডিকে বলেন, “পপি যদি এমন কথা বলে থাকে, তাহলে তাকে স্টুপিড (বোকা) বলা ছাড়া আর কিছু বলার নেই। আমি তো তার দুলাভাই, শাসন করার অধিকার আমার আছে। ওর এই মন্তব্য আসলে নিজেকেই ছোট করেছে।”

আরো পড়ুন:

বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন

শাকিব খান ‘ফিফটি পারসেন্ট’ অপুর

‘কুলি’ খ্যাত এই নায়ক আরো বলেন, “পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে, যে সিনেমাকে এভাবে অপমান করবে? ও যদি নায়িকা না হতো, কেউ চিনত না, এমনকি ওর স্বামীও বিয়ে করত না। সিনেমা ওকে দিয়েছে নাম, পরিচয়, সম্মান-আর এখন সেই মাধ্যমকে ছোট করে কথা বলা মোটেই গ্রহণযোগ্য নয়।”

তবে ক্ষোভের মাঝেও ভালোবাসা ধরে রেখেছেন ওমর সানী। বলেন, “ওর জন্য ভালোবাসা সবসময়ই থাকবে। সুসময় না হোক, খারাপ সময় আমাকে পাশে পাবে-এটা নিশ্চিত করে বলতে পারি।”

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পপির অভিষেক ঘটলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কুলি’। এই সিনেমায় ওমর সানীর বিপরীতে অভিনয় করেন তিনি। মুক্তির পর ‘কুলি’ প্রায় ৭ কোটি টাকার ব্যবসা করে তৎকালীন সময়ের মাইলফলক স্থাপন করে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পপিকে। একে একে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা।

তবে দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকা ও ব্যক্তিজীবনের নানা পরিবর্তনের প্রেক্ষিতে পপির বর্তমান অবস্থান এবং তার বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চলচ্চিত্রকে বিদায় জানানোর এই ঘোষণা শিল্পী ও ভক্ত মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

ঢাকা/রাহাত/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চলচ চ ত র ওমর স ন

এছাড়াও পড়ুন:

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।

নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।

ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।

ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ