বিএসজেএ মিডিয়া কাপে ‘বি’ গ্রুপে প্রথম আলো
Published: 24th, May 2025 GMT
কুল–বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে ‘বি’ গ্রুপে পড়েছে প্রথম আলো। এই গ্রুপে বাকি তিনটি দল—মাছরাঙা, জাগো নিউজ ও চ্যানেল ২৪। ২৬ মে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাছরাঙা টিভির মুখোমুখি হবে প্রথম আলো। ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে জাগো নিউজ ও চ্যানেল ২৪। দুই ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে প্লে–অফে, বিজয়ী দল সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে। সব গ্রুপের জন্যই একই নিয়ম।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ৩২ দল নিয়ে প্রতিবছরই আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। দলগুলোকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। নকআউট পদ্ধতিতে হবে এই টুর্নামেন্ট। আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।
আজ সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং জেসমিন জামান বলেছেন, ‘এই টুর্নামেন্ট সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভ্রাতৃত্ববোধ বেশি দেখাটাই আনন্দের। স্কয়ার গ্রুপ সব সময় এই টুর্নামেন্টের সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত সাবেক জাতীয় ফুটবলার আলফাজ আহমেদ বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমাদের একটা আন্তরিকতা আছে। তাঁদের সবার সঙ্গে চেনাজানা। ফুটবল খুব কঠিন খেলা। সাংবাদিকদের খেলতে দেখলে ভালোই লাগে।’
এ ছাড়া বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম সুমন, বিএসজেএর সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম ও সদস্যসচিব ইয়াসিন হাসান উপস্থিত ছিলেন।
কোন দল কোন গ্রুপে
‘এ’ গ্রুপ—বৈশাখী টিভি, রাইজিং বিডি, এটিএন বাংলা, এসএ টিভি
‘বি’ গ্রুপ—মাছরাঙা, জাগো নিউজ, চ্যানেল ২৪, প্রথম আলো
‘সি’ গ্রুপ—যুগান্তর, বাংলানিউজ ২৪, আরটিভি, মানবজমিন
‘ডি’ গ্রুপ—কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, একাত্তর টিভি, নিউজ২৪
‘ই’ গ্রুপ—ঢাকা ট্রিবিউন, ঢাকাপোস্ট, ডেইলি স্টার, এটিএন নিউজ
‘এফ’ গ্রুপ—একাত্তর টিভি, ইনকিলাব, বিটিভি, দেশ টিভি
‘জি’ গ্রুপ—দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ, বাংলাভিশন, নয়া দিগন্ত
‘এইচ’ গ্রুপ—চ্যানেল আই, সমকাল, সময় টিভি, ইত্তেফাক
উৎস: Prothomalo
কীওয়ার্ড: এই ট র ন ম ন ট প রথম আল
এছাড়াও পড়ুন:
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে এই বিস্ফোরণ হয়। এতে ইমন হাওলাদার নামে একজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিকুস সালেহীন সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই পদযাত্রার চিত্র প্রদর্শনী চলছিল। এর মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উপস্থিত নেতাকর্মীসহ লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রমনা থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।
তবে কে বা কারা কীভাবে এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে জানতে রমনা থানার ওসির মোবাইল ফোন নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি। তবে রমনা থানার ডিউটি অফিসার এসআই জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ সেখানে যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সেইসঙ্গে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
এদিকে বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক ইমন হাওলাদার আহত হন। তবে তার আঘাত গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এর আগেও এনসিপি কার্যালয় ও আশপাশের এলাকায় একাধিকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ গত ৩ জুলাই রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে জুলাই প্রদর্শনী চলাকালে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর আগের দিন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনীর গাড়িতে বিস্ফোরণ হয়।