বিএসজেএ মিডিয়া কাপে ‘বি’ গ্রুপে প্রথম আলো
Published: 24th, May 2025 GMT
কুল–বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে ‘বি’ গ্রুপে পড়েছে প্রথম আলো। এই গ্রুপে বাকি তিনটি দল—মাছরাঙা, জাগো নিউজ ও চ্যানেল ২৪। ২৬ মে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাছরাঙা টিভির মুখোমুখি হবে প্রথম আলো। ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে জাগো নিউজ ও চ্যানেল ২৪। দুই ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে প্লে–অফে, বিজয়ী দল সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে। সব গ্রুপের জন্যই একই নিয়ম।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ৩২ দল নিয়ে প্রতিবছরই আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। দলগুলোকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। নকআউট পদ্ধতিতে হবে এই টুর্নামেন্ট। আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।
আজ সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং জেসমিন জামান বলেছেন, ‘এই টুর্নামেন্ট সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা। প্রতিযোগিতার মনোভাবের চেয়ে ভ্রাতৃত্ববোধ বেশি দেখাটাই আনন্দের। স্কয়ার গ্রুপ সব সময় এই টুর্নামেন্টের সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত সাবেক জাতীয় ফুটবলার আলফাজ আহমেদ বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমাদের একটা আন্তরিকতা আছে। তাঁদের সবার সঙ্গে চেনাজানা। ফুটবল খুব কঠিন খেলা। সাংবাদিকদের খেলতে দেখলে ভালোই লাগে।’
এ ছাড়া বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম সুমন, বিএসজেএর সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম ও সদস্যসচিব ইয়াসিন হাসান উপস্থিত ছিলেন।
কোন দল কোন গ্রুপে
‘এ’ গ্রুপ—বৈশাখী টিভি, রাইজিং বিডি, এটিএন বাংলা, এসএ টিভি
‘বি’ গ্রুপ—মাছরাঙা, জাগো নিউজ, চ্যানেল ২৪, প্রথম আলো
‘সি’ গ্রুপ—যুগান্তর, বাংলানিউজ ২৪, আরটিভি, মানবজমিন
‘ডি’ গ্রুপ—কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, একাত্তর টিভি, নিউজ২৪
‘ই’ গ্রুপ—ঢাকা ট্রিবিউন, ঢাকাপোস্ট, ডেইলি স্টার, এটিএন নিউজ
‘এফ’ গ্রুপ—একাত্তর টিভি, ইনকিলাব, বিটিভি, দেশ টিভি
‘জি’ গ্রুপ—দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ, বাংলাভিশন, নয়া দিগন্ত
‘এইচ’ গ্রুপ—চ্যানেল আই, সমকাল, সময় টিভি, ইত্তেফাক
উৎস: Prothomalo
কীওয়ার্ড: এই ট র ন ম ন ট প রথম আল
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা