কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ১২ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
Published: 24th, May 2025 GMT
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে গতকাল শুক্রবার রাতে ১২ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার সকালে ভূরুঙ্গামারীর ভাসানীর মোড় থেকে তাঁদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিকেলে তাঁদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে বিজিবি।
ঠেলে পাঠানো ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাগদহ গ্রামের আবদুল মজিদ (৪২), হালালি বেগম (৩৬), হালাল মিয়া (২০); একই উপজেলার শিংহলবাড়ি সোনাইকাজী গ্রামের আতাউর রহমান (৩৮), আনোয়ারা বেগম (৩৫), আল আমিন (১৯), মনিষা বেগম (২০) এবং ১৬ বছর ও ৯ মাস বয়সী দুই শিশু; ফুলবাড়ীর বড়লই বড়ভিটা গ্রামের এনামুল হক (৪০), মর্জিনা বেগম (৩০) ও ১৬ বছর বয়সী এক কিশোর। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন বলে বিজিবি জানিয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা ১২ জন নারী-পুরুষকে আটক করে বিজিবি। বিকেলে তাঁদের থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের সবাই জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আটক ব্যক্তিরা জানান, তাঁরা দীর্ঘদিন আগে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। কয়েক দিন আগে তাঁদের ভারতের সীমান্তরক্ষী বাহিনী আটক করে। পরে শুক্রবার গভীর রাতে ভূরুঙ্গামারীর সীমান্তের কোনো এক স্থান দিয়ে বিএসএফ তাঁদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত থেকে ভূরুঙ্গামারী সদরের দিকে আসার সময় কামাত আঙ্গারিয়া ভাসানীর মোড় থেকে তাঁদের আটক করে বিজিবি।
কুড়িগ্রাম ২২ বিজিবির সহকারী পরিচালক মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ
ভারতে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক আট বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন– চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের হাকিমপুর গ্রামের মামুন মিয়া, সোহেল মিয়া, মো. রাকিবুল, শিহাব উদ্দিন, শাকিল মিয়া, রুবেল মিয়া, রিহান মিযা ও মো. ইকবাল।
ধর্মঘর ২৫ বিজিবির নায়েক সুবেদার আবু সায়েদ জানান, এই আটজন বাংলাদেশি যুবক কাজের সন্ধানে দালালের মাধ্যমে কিছুদিন আগে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে। বিএসএফ তাদের ফেরত দেওয়ার পর সবাইকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্লাহ জানান, আটক আটজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।