বাড্ডায় ফিল্মি স্টাইলে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
Published: 26th, May 2025 GMT
ঢাকার মধ্যবাড্ডায় ফিল্মি স্টাইলে কামরুল আহসান সাধন নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন।
রবিবার (২৫ মে) রাত ১০টা ৬ মিনিটে বাড্ডার গুদারাঘাট এলাকার ৪ নম্বর সড়কে এই ঘটনা ঘটে।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বিএনপি নেতা সাধন সড়কের পাশে চেয়ারে বসে আরো দুই-তিন জনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাত দুই জন হেঁটে এসে খুব কাছ থেকে সাধনকে লক্ষ্য করে গুলি করে। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় দলীয় নেতাকর্মী ও স্বজনরা সাধনকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য সাধনের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
ঢাকা/এমআর/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে বিএনপির প্রতিবাদ সভা ও ৩১ দফা বাস্তবায়নে প্রচারপত্র বিতরণ
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ সভা ও ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ করে প্রচার পত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ জুলােই) বিকেলে জামপুর ইউনিয়নের মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীরা প্রতিবাদ সভা করে তালতলা বাজার থেকে শুরু করে বস্তল এলাকা পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
সোনারগাঁ উপজেলা জাসাসের উদ্যোগে প্রতিবাদ সভা ও প্রচারপত্র বিতরন অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা জাসাসের সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ সোহাগ, সিনিয়র সহ সভাপতি পনির হোসেন মিন্টু, সহসভাপতি আলমগীর হোসেন, সোলাইমান মিয়া, শাহিন মিয়া, বাচ্চু মিয়া, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান কামু, সালাউদ্দিন মিয়া,হাফিজুল ইসলামসহ সোনারগাঁ উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।