জাবি আলোনসোকে নতুন কোচ হিসেবে রোববার ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। সোমবার তাকে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এরপর সংবাদ সম্মেলনে সাবেক কিংবদন্তি ফুটবলার ও বায়ার লেভারকুসেনে সাফল্য পাওয়া কোচ বলেছেন, রিয়াল মাদ্রিদ অপ্রতিরোধ্য হবে। 

তিনি বলেন, ‘আমরা একই সঙ্গে আবেগ ও আনন্দ ফিরিয়ে আনতে চাই। আমরা চাই, যারা স্টেডিয়ামে আসবে তারা যেন খেলা উপভোগ করেন। যারা টিভিতে দেখবেন তারা যেন  বলেন- এটাই তো আমার রিয়াল মাদ্রিদ। আমরা যদি এটা করতে পারি, রিয়াল মাদ্রিদ অপ্রতিরোধ্য হয়ে উঠবে।’ 

রিয়ালের দায়িত্ব নেওয়ার আগে কার্লো আনচেলত্তির প্রতি সম্মান জানিয়েছেন আলোনসো। কোচ হিসেবে ডন কার্লো তার ওপর হেড মাস্টারি না করলে আজকের এই পর্যায়ে আসতে পারতেন না বলেও উল্লেখ করেছেন, ‘নতুন অধ্যায় নিয়ে কথা বলার আগে, যেখান থেকে আমি শুরু করছি তা স্মরণ করতে হবে। আমি কার্লো আনচেলত্তির চেয়ারে বসছি, যিনি তার চিহ্ন আমার মধ্যে রেখে গেছেন। তার কড়াকড়ি এবং শিক্ষা ছাড়া আমি আলোনসো হতে পারতাম না।’ 

রিয়াল মাদ্রিদে জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াসের মতো ফুটবলার আছে। আলোনসোর কৌশল কেমন হবে প্রশ্নে তিনি বলেন, ‘আমরা ভাগ্যবান তাদের মতো খেলোয়াড় পেয়েছি। শুধু এমবাপ্পে কিংবা ভিনিসিয়াস নয়, দলে আরও দু’জন আছে, আমরা যদি তাদের সেরাটা বের করতে পারি তারা পার্থক্য গড়ে দিতে পারে। তাদের নিয়ে আমার পরিকল্পনা আছে, আমরা তাদের নিয়ে কাজ করতে চাই, এটাই আমার কাজ।’ 

গুঞ্জন আছে রদ্রিগো গোয়েস রিয়াল মাদ্রিদ ছাড়তে চান। জাবি আলোনসোর সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কথাও বলতে চান তার পরিস্থিতি নিয়ে। বিয়ষটি নিয়ে করা প্রশ্নে তিনি বলেন, ‘রদ্রিগো রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। আমি তার সঙ্গে কথা বলবো। এটা তার প্রাপ্য। রদ্রিগো অসাধারণ এক ফুটবলার। আমাদের তাকে দরকার।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ