জাবি আলোনসোকে নতুন কোচ হিসেবে রোববার ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। সোমবার তাকে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এরপর সংবাদ সম্মেলনে সাবেক কিংবদন্তি ফুটবলার ও বায়ার লেভারকুসেনে সাফল্য পাওয়া কোচ বলেছেন, রিয়াল মাদ্রিদ অপ্রতিরোধ্য হবে। 

তিনি বলেন, ‘আমরা একই সঙ্গে আবেগ ও আনন্দ ফিরিয়ে আনতে চাই। আমরা চাই, যারা স্টেডিয়ামে আসবে তারা যেন খেলা উপভোগ করেন। যারা টিভিতে দেখবেন তারা যেন  বলেন- এটাই তো আমার রিয়াল মাদ্রিদ। আমরা যদি এটা করতে পারি, রিয়াল মাদ্রিদ অপ্রতিরোধ্য হয়ে উঠবে।’ 

রিয়ালের দায়িত্ব নেওয়ার আগে কার্লো আনচেলত্তির প্রতি সম্মান জানিয়েছেন আলোনসো। কোচ হিসেবে ডন কার্লো তার ওপর হেড মাস্টারি না করলে আজকের এই পর্যায়ে আসতে পারতেন না বলেও উল্লেখ করেছেন, ‘নতুন অধ্যায় নিয়ে কথা বলার আগে, যেখান থেকে আমি শুরু করছি তা স্মরণ করতে হবে। আমি কার্লো আনচেলত্তির চেয়ারে বসছি, যিনি তার চিহ্ন আমার মধ্যে রেখে গেছেন। তার কড়াকড়ি এবং শিক্ষা ছাড়া আমি আলোনসো হতে পারতাম না।’ 

রিয়াল মাদ্রিদে জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াসের মতো ফুটবলার আছে। আলোনসোর কৌশল কেমন হবে প্রশ্নে তিনি বলেন, ‘আমরা ভাগ্যবান তাদের মতো খেলোয়াড় পেয়েছি। শুধু এমবাপ্পে কিংবা ভিনিসিয়াস নয়, দলে আরও দু’জন আছে, আমরা যদি তাদের সেরাটা বের করতে পারি তারা পার্থক্য গড়ে দিতে পারে। তাদের নিয়ে আমার পরিকল্পনা আছে, আমরা তাদের নিয়ে কাজ করতে চাই, এটাই আমার কাজ।’ 

গুঞ্জন আছে রদ্রিগো গোয়েস রিয়াল মাদ্রিদ ছাড়তে চান। জাবি আলোনসোর সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কথাও বলতে চান তার পরিস্থিতি নিয়ে। বিয়ষটি নিয়ে করা প্রশ্নে তিনি বলেন, ‘রদ্রিগো রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। আমি তার সঙ্গে কথা বলবো। এটা তার প্রাপ্য। রদ্রিগো অসাধারণ এক ফুটবলার। আমাদের তাকে দরকার।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘বিচার প্রক্রিয়া ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’

অন্তবর্তী সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সবাইকে ধৈর্য ধরে বিচার প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সারাদেশ এখন জাতীয় ঐক্য গড়ে তোলার অপেক্ষায় রয়েছে।”

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাহাঙ্গীরনগর বিবিদ্যালয়ে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানের প্রথম স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এর আগে, অদম্য ২৪ উদ্বোধন করেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত জুলাইয়ের ভিডিও ও ফটো ডকুমেন্টারি উপভোগ করেন।

আরো পড়ুন:

জবির পরিত্যক্ত ডাস্টবিনগুলো সংস্কার করল ছাত্রদল

রাকসু থেকে জাতীয় পর্যায়ের নেতৃত্বে যারা

আদিলুর রহমান খান বলেন, “১ বছর আগে বাংলাদেশে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যই পারে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে। বিচার প্রশ্নে বলতে চাই কোনো অবস্থাতেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া সরকার বিচারের ক্ষেত্রে দুর্বলতা স্কোপ রাখবে না। খুব দ্রুতই বেশ কয়েকটি বিচারের কাজ দৃশ্যমান হবে।”

তিনি আরো বলেন, “তরুণ ছাত্র-জনতা ফ্যাসিবাদ থেকে মুক্তি এবং দেশকে বাঁচানোর জন্য জীবন দিয়েছেন। ছাত্র-জনতার মধ্যে ঐক্য গড়ে তোলার মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা সম্ভব হয়েছে। সেই ঐক্য ধরে রাখতে হবে।” এছাড়া স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ বিভাজন ভুলে একাত্ম হওয়ার সুযোগ করে দিয়েছে বলেও মন্তব্য করেন।

সমাপনী বক্তব্যে জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “সংঘবদ্ধ আন্দোলনে ৫ আগস্ট আমরা বিজয় অর্জন করেছি। এর মানে এই নয় যে, অন্য যেকোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আর স্বর আপনারা শুনবেন না। আপনারা দেখবেন, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা সচেতন এবং কথা বলার ব্যাপারে উন্মুক্ত।”

তিনি বলেন, “আমি বিশ্বাস করি, এই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মধ্য দিয়ে আবার স্মরণ করিয়ে দিলাম, আমরা যদি বাংলাদেশে কোনো অশান্তি দেখি, বৈষম্য দেখি, পরাজয়ের কালো মেঘ দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য সংগ্রামীরা আবারো তাদের সেই কার্যক্রম শুরু করবে। গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, আবার বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ -উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমসহ জাহাঙ্গীরনগরের সঙ্গে জুলাই আন্দোলনে অংশ নিয়ে শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য দেন।

ঢাকা/আহসান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ