ঢাকায় বিএনপির ঘোষিত 'তারুণ্যের সমাবেশ' সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রস্তুতি সভা করেছে স্বেচ্ছাসেবক দল। 

সোমবার (২৬ মে) বিকেলে শহরের জামতলার একটি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, “জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছে, সেটি জনগণের আশা-আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। সেই আন্দোলনের নেতৃত্বই আগামী নির্বাচনে জনগণের পছন্দ নির্ধারণ করবে। অথচ বর্তমান সরকার সেই আলোচনা ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত।”

তারা আরও বলেন, “সরকার নির্বাচনের ভয়েই ‘সংস্কার’-এর নামে কু-সংস্কার শুরু করেছে এবং নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে।”

বক্তারা বলেন, “যেভাবে রমজানে ইবাদত করা হয়, রাষ্ট্র পরিচালনার জন্য গণআন্দোলন করাও একটি ইবাদত। সেই ইবাদতে আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অংশ নেব ইনশাআল্লাহ।”

সভায় সভাপতিত্ব করেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ।

সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব রহমান, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহ্বায়ক অ্যাডভোকেট আবু রায়হান, ফতুল্লা থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জামিল হোসেন খান স্বাধীন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, ফতুল্লা থানা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাবেক ছাত্রদল নেতা সীমান্ত প্রধান, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম নান্নু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য হযরত আলী, মকবুল হোসেন বাবু, মুক্তার হোসেন, বাচ্চু, সাদ্দাম হোসেন, রুহুল আমিন ও আকাশ প্রমুখ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব এনপ র স

এছাড়াও পড়ুন:

জাতিসংঘে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ-পাকিস্তান বৈঠক, ফিলিস্তিন ইস্যুতে উদ্বেগ

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন ও দিন দিন বেড়ে চলা মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।

একই সঙ্গে, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি জোরালো সমর্থন ও সংহতি আবারো তুলে ধরেছে এই দুই দেশ।

জাতিসংঘে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের মধ্যে এক বৈঠকে এ উদ্বেগ ও সংহতির বিষয়টি উঠে এসেছে।

বৈঠকে দুই নেতা সম্মেলন থেকে কার্যকর ও ইতিবাচক ফল আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

তারা নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে, পারস্পরিক যোগাযোগ ও জনগণের মধ্যে সরাসরি সম্পৃক্ততা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন।

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এ প্রসঙ্গে এক বার্তায় জানিয়েছে, অদূর ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ে সম্মত হয়েছে দুই দেশ।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • ইসির প্রতিটি কাজে জবাবদিহি থাকতে হবে
  • জুলাই আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়াবেন না: টুকু
  • সবাই অপেক্ষা করছে একটা নির্বাচনের জন্য
  • হাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
  • সরকারের ভুল সিদ্ধান্তে দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে: তারেক রহমান
  • সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান
  • ট্রাম্পের প্রতি মার্কিন জনগণের সমর্থন ৪০ শতাংশে ঠেকেছে
  • জাতিসংঘে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ-পাকিস্তান বৈঠক, ফিলিস্তিন ইস্যুতে উদ্বেগ
  • ভেনেজুয়েলায় নির্বাচনের বর্ষপূর্তিতে বিরোধীদের প্রতিরোধের ডাক
  • মুরাদনগরে দুই সন্তানসহ নারীকে হত্যায় বিএনপি নেতা গ্রেপ্তার, পরিবার বলছে ষড়যন্ত্র