পদ, কমিটির পর এবার প্রকাশ্যে নেতৃত্বের দ্বন্দ্ব
Published: 26th, May 2025 GMT
তাহিরপুরে ইউনিয়ন বিএনপির কর্মিসভায় দুই নেতাকে ঘিরে স্থানীয় বিএনপির দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এর আগে কমিটি, পদ ও নানা ক্ষেত্রে ভাগাভাগিতে অন্তঃকোন্দলে জড়াতে শুরু করেন দলটির নেতাকর্মীরা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে দলীয় মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতাদের তোড়জোড় শুরু হয়েছে। এর মাঝে সুনামগঞ্জে প্রথম এই ইস্যুতে দ্বন্দ্ব প্রকাশ্যে এলো দুই নেতা আনিসুল হক ও সালমা নজিরকে ঘিরে।
শনিবার তাহিরপুর বিএনপি আয়োজিত ইউনিয়ন পর্যায়ের কর্মিসভার প্রথম দিনের কর্মসূচি ছিল উপজেলার বালিজুরী ইউনিয়নে। সেখানেই আনিসুল-সালমার মনোনয়নকেন্দ্রিক শীতল দ্বন্দ্বের প্রকাশ ঘটে ভরা মঞ্চে। যার পরিপ্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে ইউনিয়ন পর্যায়ের ধারাবাহিক কর্মিসভা তাৎক্ষণিক স্থগিত ঘোষণা করা হয়।
শনিবারের কর্মিসভায় প্রধান বক্তা কামরুজ্জামান কামরুল অনুপস্থিত থাকায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক। বিশেষ অতিথিদের মাঝে ছিলেন সাবেক সংসদ সদস্য নজির হোসেনের সহধর্মিণী সালমা নজির।
বক্তব্যের এক পর্যায়ে আনিসুল হক বিএনপির দুঃসময়ের রাজনীতির স্মৃতিচারণ করেন। এ সময় তিনি ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটে দলটির প্রয়াত নেতা, সাবেক সংসদ সদস্য নজির হোসেনকে ইঙ্গিত করে তাঁর সে সময়ের ভূমিকার সমালোচনা করেন।
আনিসুলের বক্তব্যের সময় উপস্থিত নেতাকর্মীর মধ্য থেকে বক্তব্যের পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া শুরু হয়। এর প্রতিক্রিয়ায় নজির হোসেনের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী তাহিরপুরসহ সুনামগঞ্জ-১ আসনের মানুষের জন্য নিবেদিত ছিলেন। এখানকার বিএনপি তাঁর গড়া সংগঠন। তিনি কল্পনাও করেননি এই অঞ্চলের কেউ প্রয়াত সেই নেতাকে নিয়ে এমন মিথ্যাচার করবেন।
রোববার বিকেলে আনিসুল হক তাঁর ফেসবুক আইডিতে লিখেন– ‘শনিবার বালিজুরী ইউনিয়ন বিএনপির সভায় অসাবধানতাবশত অনাকাঙ্ক্ষিত কিছু কথা বলেছেন; যা শোভন নয়। তিনি বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন। এ বিষয়ে আনিসুল হক বলেন, ‘আমি বুঝেছি অপ্রিয় সত্যও অনেক সময় বলা যায় না। বিএনপির সব নেতাকর্মীকে নিয়ে আগামী দিনে একসঙ্গে রাজনীতি করতে চাই। এজন্য এ প্রসঙ্গ এখানেই শেষ হোক।’
এদিকে সালমা নজির এ প্রসঙ্গে বলেন, ‘আনিসুলও একসময় আমার স্বামী নজির হোসেনের শুভানুধ্যায়ী ছিলেন। তাদের সহযোগিতায় নজির হোসেন এই নির্বাচনী এলাকায় বিএনপিকে শক্তিশালী করেছেন। নজির হোসেনের জনপ্রিয়তা ছিল এই আসনে আকাশচুম্বী। আনিসুল এভাবে কথা বলবেন কল্পনা করিনি।
অপর প্রভাবশালী নেতা কামরুজ্জামান কামরুল বলেন, ‘শুনেছি আনিসুল হক ‘ওয়ান ইলেভেন’ কালের রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। ওই সময় প্রয়াত নজির হোসেনের কর্মী-সমর্থক ক্ষুব্ধ হন। শেষে তাৎক্ষণিক বৈঠক করে ইউনিয়ন পর্যায়ের সভাগুলো স্থগিত ঘোষণা করা হয়। আমাদের সবারই নেতা ছিলেন প্রয়াত নজির হোসেন।
এর আগে গত বছর নভেম্বর মাসে সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি গঠনের সময়ও স্থানীয় নেতা ও তাদের অনুসারীদের মাঝে বিভাজন সৃষ্টি হয়। শুধু রাজনৈতিক ইস্যু নয়, বিতর্কিত কর্মকাণ্ডের জেরেও দলীয় নেতাকর্মীর পরস্পরের বিরুদ্ধে সহিংস হওয়ার নজির রয়েছে জেলায়। চলতি বছরের মার্চ মাসে মধ্যনগর উপজেলায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ দ বন দ ব ন ত কর ম ব এনপ র র কর ম র জন ত প রক শ পর য য়
এছাড়াও পড়ুন:
বরেণ্য অভিনেতা কোটা শ্রীনিবাস রাও মারা গেছেন
তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা কোটা শ্রীনিবাস রাও মারা গেছেন। রবিবার (১৩ জুলাই) সকালে হায়দরাবাদের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। দ্য হিন্দু এ খবর প্রকাশ করেছে।
এ প্রতিবেদনে জানানো হয়েছে, খল ও কমেডি চরিত্রে নতুন ধারা তৈরি করেছিলেন ভার্সেটাইল অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। গত কয়েক মাস ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। বিজেপির টিকিট নিয়ে বিজয়ওয়াড়া থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন কোটা।
বিস্তারিত আসছে…
আরো পড়ুন:
স্কুলে ‘ব্যাকবেঞ্চার’ বলে কিছু থাকবে না, মালায়লাম সিনেমা বদলে দিল ক্লাসের চিত্র
সংসার ভাঙছে নয়নতারার?
ঢাকা/শান্ত