আনচেলত্তি ঘোষিত প্রথম ব্রাজিল দলে নেই নেইমার
Published: 27th, May 2025 GMT
ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে প্রথমবার চমক দিয়ে দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। তার দলে ফিরেছেন মিডফিল্ডার কাসেমিরো ও স্ট্রাইকার রিচার্লিসন। তবে জায়গা হয়নি নেইমার ও রদ্রিগো গোয়েজের। এছাড়া কার্লোর অধীনে প্রথমবার ডাক পেয়েছেন লিলির সেন্ট্রাল ডিফেন্ডার অ্যালেক্সজান্দ্রো। তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার আন্দ্রেকেও ডেকেছেন।
দুই অভিজ্ঞ ফুলব্যাক দানিলো ও অ্যালেক্স সান্দ্রোর সঙ্গে তরুণ ওয়েলসি, ভ্যান্ডারসন ও আগুয়েস্তো আছেন ব্রাজিল দলে। অ্যাটাকিং মিডফিল্ডে আন্দ্রিয়েস পেরেইরা জায়গা পেয়েছেন।
ফরোয়ার্ড লাইনে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া ও ম্যাথিউস কুনিয়ার জায়গা পাওয়া অবধারিত ছিল। সঙ্গে এস্তেভাও উইলিয়াম ও অ্যান্তোনি আছেন ডন কার্লোর ব্রাজিল দলে।
ব্রাজিলের দল: গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), বেন্তো (আল নাসর), হুগো সৌজা (করিস্থিয়ান)।
ডিফেন্ডার: অ্যালেক্সসান্দ্রো (লিলি), বেরালদো (পিএসজি), মার্কুইনোস (পিএসজি), দানিলো (ফ্লামেঙ্গো), লিও অর্টিজ (ফ্লামেঙ্গো), অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), কার্লোস আগুয়েস্তো (ইন্টার মিলান), ওয়েলসলি (ফ্লামেঙ্গো), ভ্যান্ডারসন (মোনাকো)।
মিডফিল্ডার: আন্দ্রিয়েস পেরেইরা (ফুলহ্যাম), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে সান্তোস (স্ট্রাসবার্গ), ক্যাসেমিরো (ম্যানইউ), এদেরসন (আটালান্টা), জেরসন (ফ্লামেঙ্গো)।
ফরোয়ার্ড: এস্তেভাও (পালমেইরাস), অ্যান্তোনি (রিয়াল বেটিস), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), ম্যাথিউস কুনিয়া (উলভস), ভিনিসিয়াস (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া
ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।
অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।
এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।
দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।
২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার