আনচেলত্তি ঘোষিত প্রথম ব্রাজিল দলে নেই নেইমার
Published: 27th, May 2025 GMT
ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে প্রথমবার চমক দিয়ে দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। তার দলে ফিরেছেন মিডফিল্ডার কাসেমিরো ও স্ট্রাইকার রিচার্লিসন। তবে জায়গা হয়নি নেইমার ও রদ্রিগো গোয়েজের। এছাড়া কার্লোর অধীনে প্রথমবার ডাক পেয়েছেন লিলির সেন্ট্রাল ডিফেন্ডার অ্যালেক্সজান্দ্রো। তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার আন্দ্রেকেও ডেকেছেন।
দুই অভিজ্ঞ ফুলব্যাক দানিলো ও অ্যালেক্স সান্দ্রোর সঙ্গে তরুণ ওয়েলসি, ভ্যান্ডারসন ও আগুয়েস্তো আছেন ব্রাজিল দলে। অ্যাটাকিং মিডফিল্ডে আন্দ্রিয়েস পেরেইরা জায়গা পেয়েছেন।
ফরোয়ার্ড লাইনে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া ও ম্যাথিউস কুনিয়ার জায়গা পাওয়া অবধারিত ছিল। সঙ্গে এস্তেভাও উইলিয়াম ও অ্যান্তোনি আছেন ডন কার্লোর ব্রাজিল দলে।
ব্রাজিলের দল: গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), বেন্তো (আল নাসর), হুগো সৌজা (করিস্থিয়ান)।
ডিফেন্ডার: অ্যালেক্সসান্দ্রো (লিলি), বেরালদো (পিএসজি), মার্কুইনোস (পিএসজি), দানিলো (ফ্লামেঙ্গো), লিও অর্টিজ (ফ্লামেঙ্গো), অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), কার্লোস আগুয়েস্তো (ইন্টার মিলান), ওয়েলসলি (ফ্লামেঙ্গো), ভ্যান্ডারসন (মোনাকো)।
মিডফিল্ডার: আন্দ্রিয়েস পেরেইরা (ফুলহ্যাম), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), আন্দ্রে সান্তোস (স্ট্রাসবার্গ), ক্যাসেমিরো (ম্যানইউ), এদেরসন (আটালান্টা), জেরসন (ফ্লামেঙ্গো)।
ফরোয়ার্ড: এস্তেভাও (পালমেইরাস), অ্যান্তোনি (রিয়াল বেটিস), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), ম্যাথিউস কুনিয়া (উলভস), ভিনিসিয়াস (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা