বৃহস্পতিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
Published: 28th, May 2025 GMT
ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (২৯ মে) ১১ ঘণ্টা বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২৮ মে) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।
তিতাস গ্যাস জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা নারায়ণগঞ্জের ভুইগড় উত্তরপাড়া, দেলপাড়া, নুরবাগ, শাহী মহল্লা, চিতাশাল, বউবাজার, পাগলা এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।
ঢাকা/হাসান/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ডাঃ মাসুদ করিমের মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দপ্তর সম্পাদক ও ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ মাসুদ করিমের মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদজুম্মা সিদ্ধিরগঞ্জের ৩নং ওর্য়াডের বটতলা রসুলবাগ এলাকায় এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির সকল স্তরের নেতাকর্মীসহ এলাকাবসী অংশগ্রহণ করে।
বিএনপি নেতা ডাঃ মাসুদ করিমের মায়ের জানাজায় অংশগ্রহণ করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়েতে ইসলামীর প্রার্থী ডা. ইকবাল হোসাইন ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ডি,এইচ,বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, সহ-সভাপতি কাজী শাকিল, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনিসহ সর্বস্তরের জনগণ।