ব্যালন ডি’অর!

ফুটবলার মাত্রই স্বপ্ন দেখেন একদিন তাঁর হাতে উঠবে বিশ্বের সেরা খেলোয়াড়ের স্বীকৃতির স্মারক এই স্বর্ণ-গোলক। মৌসুমজুড়ে যাঁরা দাপট দেখান ফুটবল মাঠে, তাঁরা আশায় থাকেন এবার হয়তো জিতবেন ব্যালন ডি’অর। কে জিততে পারেন ব্যালন ডি’অর, তা নিয়ে আগাম হিসাব–নিকাশও হয় আজকাল। বিশেষ করে মৌসুম যখন শেষের দিকে, সম্ভাব্য বিজয়ীদের নিয়ে লেখালেখিও কম হয় না। এবারও হচ্ছে। কার জয়ের সম্ভাবনা বেশি, এ নিয়ে হিসাব–নিকাশ করে র‍্যাঙ্কিংও প্রকাশ করে অনেকে।  

২০২৫ সালে কে জিতবেন ব্যালন ডি’অর, সেটি নিয়েও এমন হিসাব–নিকাশ হচ্ছে। সেটি ছেলে ও মেয়ে দুই বিভাগেই। ছেলেদের বিভাগের সম্ভাব্য বিজয়ীদের সংক্ষিপ্ত তালিকা করা গেলেও কে সেরা হবেন, সেটি বলা এবার একটু মুশকিলই। শনিবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পরে হয়তো অনেকটা বোঝা যেতে পারে কার হাতে উঠবে ব্যালন ডি’অর।

মেয়েদের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ট্রেনের ছাদে উঠে পাহাড় দেখতে সীতাকুণ্ডে যাচ্ছিলেন, পড়ে যুবকের মৃত্যু

ফেনীর ছাগলনাইয়ায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার নিজকুঞ্জরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে বেলা আড়াইটার দিকে এ এলাকার রেলপথের পাশের ঝোপ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত যুবকের নাম মেহেদি হাসান (২৪)। তিনি ময়মনসিংহ জেলার সুরুজ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, সকালে ঝোপে স্থানীয় বাসিন্দারা মেহেদির মরদেহ প্রথমে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে নিহত যুবকের পকেটে জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন পান। এরপর তাঁর মুঠোফোন থেকে নম্বর নিয়ে বন্ধুদের কল করা হয়। তখন মৃত্যুর কারণ জানা যায়।

নিহত যুবকের বন্ধু ও স্বজনদের বরাতে পুলিশ জানায়, শনিবার রাত সোয়া ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল ট্রেনের ছাদে মেহেদিসহ কয়েকজন এসেছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় দেখতে যাওয়া। তবে মহুরীগঞ্জে এলাকা অতিক্রম করার সময় মেহেদি ছাদ থেকে পড়ে যান। পরে বন্ধুরা তাঁকে ছাড়াই সীতাকুণ্ডে যান। পুলিশের ধারণা, গাছের কোনো ডালের সঙ্গে বাড়ি লেগে মেহেদি নিচে পড়ে যেতে পারেন।

জানতে চাইলে ফেনী রেলওয়ে পুলিশের (জিআরপি) ইনচার্জ উপপরিদর্শক দীপক দেওয়ান বলেন, এটি অপমৃত্যু, নাকি অন্য কোনো ঘটনা রয়েছে, সে বিষয়ে তদন্ত হচ্ছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ