বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কে?

সাধারণত এই প্রশ্নের একটাই উত্তর। দলবদলের বাজারে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দাম পেয়েছেন যিনি। সেই নামটা অবশ্য এই মুহূর্তে হুট করে কারও মনে আসার কথা না। ২০১৮ সালে ৮ কোটি ইউরো ট্রান্সফার ফিতে অ্যাথলেটিক বিলবাও থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন কেপা আরিজাবালাগা। ফুটবল ইতিহাসে তাঁর চেয়ে বেশি দামে বিক্রি হননি আর কোনো গোলরক্ষক। সেই হিসাবে কেপাই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক।

কিন্তু ৭ বছরের চুক্তিতে চেলসিতে যাওয়ার পর নিজের নাম ও দামের প্রতি খুব কমই সুবিচার করতে পেরেছেন কেপা। ৭ বছরের চুক্তি করেছিল চেলসি তাঁর সঙ্গে। কিন্তু প্রথম কয়েক বছর পরেই চেলসি একাদশে ব্রাত্য হয়ে পড়েন স্প্যানিশ এই গোলরক্ষক। হয়ে যান চেলসির বোঝা। পরে ২০২৩–২৪ মৌসুমে তাঁকে ধারে রিয়াল মাদ্রিদে পাঠায় চেলসি। সেই মৌসুম শেষে আবার তাঁকে এক বছরের জন্য ধারে পাঠানো হয় বোর্নমাউথে। সেই ধারের মেয়াদও শেষ হয়েছে এই মৌসুমে। এই বছর জুনে শেষ হবে চেলসির সঙ্গে তাঁর ৭ বছরের চুক্তিও। এরপর কেপা কোথায় যাবেন, সেটা এখনো অনিশ্চিত।

তার মানে ইতিহাসের সবচেয়ে দামি গোলরক্ষক এখন প্রায় দলহীন, ঠিকানা খুঁজে বেড়াচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই এই সময়ে কেপার বাজারমূল্য নেমেছে তলানিতে। যার অর্থ, ট্রান্সফার ফিতে ইতিহাসের সবচেয়ে দামি গোলরক্ষক হলেও বাজারমূল্যে এখন কেপা অনেক পেছনে। কতটা পেছনে?

ফুটবলের দলবদল–বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট কাজ করে ফুটবলারদের যাবতীয় তথ্য-উপাত্ত নিয়ে। তারা ফুটবলারদের বাজারমূল্যও বিচার করে। যেটা করা হয় ফুটবলারদের সাম্প্রতিক পারফরম্যান্স, বয়স, বাজারে তাঁর চাহিদা এসব বিশ্লেষণ করে।

সেই হিসেবে ট্রান্সফারমার্কেট বলছে, এখন কেপার বাজারমূল্য মাত্র ১ কোটি ১০ লাখ ইউরো, এবং বাজারমূল্যে গোলকিপারদের মধ্যে এখন কেপার অবস্থান ৫১ নম্বরে।
তাহলে এই মুহূর্তে বাজারমূল্যে সবচেয়ে দামি গোলরক্ষক কে? ট্রান্সফারমার্কেট বলছে, এই তালিকায় যৌথভাবে সবার ওপরে আছেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া ও বরুসিয়া ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেগর কোবেল। দুজনেরই এখন বাজারমূল্য ৪ কোটি ইউরো করে।

আরও পড়ুনগোলকিপার এদেরসন গোল করিয়েই যাচ্ছেন১৩ এপ্রিল ২০২৫

রায়া ও কোবেলের পর এই তালিকায় আছেন পোর্তোর ২৫ বছর বয়সী গোলরক্ষক ডিয়োগো কস্তা। যাঁর বাজারমূল্য এখন ৩ কোটি ৮০ লাখ ইউরো। চার নম্বরে আছেন দুর্দান্ত ছন্দে থাকা পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। এই ইতালিয়ান গোলরক্ষকের বাজারমূল্য এখন ৩ কোটি ৫০ লাখ ইউরো। ৩ কোটি ইউরো দাম নিয়ে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা, সম্প্রতি লিভারপুলে যোগ দেওয়া জর্জিয়ান গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি এবং লিলের লুকাস শেভালিয়ের।

অন্যদিকে ট্রান্সফার ফির হিসাবে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি যিনি, লিভারপুলের আলিসন, তাঁর বাজারমূল্য এখন ২ কোটি ২৫ লাখ ইউরো। কেন লিভারপুল তাঁর বিকল্প নিয়ে এসেছে, সেটা বোঝা কঠিন কিছু না। বয়স ৩২ হয়ে গেছে এই ব্রাজিলিয়ানের।

দলবদল ফির হিসাবে দামি গোলরক্ষকের তালিকায় তিন নম্বরে থাকা কিংবদন্তি জিয়ানলুইজি বুফন অবশ্য খেলা ছেড়েছেন আরও আগে। ২০০১–০২ মৌসুমে পার্মা থেকে তাঁকে কেনার জন্য সে সময়ের রেকর্ড ৫ কোটি ২৮ লাখ ইউরো খরচ করেছিল জুভেন্টাস।

বুফনের পরের অবস্থানে থাকা আন্দ্রে ওনানা ইন্টার মিলান থেকে ৫ কোটি ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ২০২৩-২৪ মৌসুমে। ‘রেড ডেভিল’দের হয়ে খুব আহামরি কিছু করতে না পারায় এক মৌসুমেই তাঁর বাজারমূল্য কিছুটা কমে গেছে, এখন যেটা প্রায় ৩ কোটি ইউরো।

আরও পড়ুনফুটবলে এল নতুন নিয়ম, গোলকিপার সময় নষ্ট করলেই কর্নার০২ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র সবচ য় ল খ ইউর ফ টবল র এখন ক বছর র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ