জোয়ান অফ আর্ক বিপ্লবী ও গোপন প্রেমিকা
Published: 30th, May 2025 GMT
গগনবিদারী চিৎকারে ভারী হয়ে আসে চারপাশ। সিন নদীর তীরে উত্তর ফ্রান্সের এক লোকালয়ে উঁচু পিলারে বেঁধে আগুনে পোড়ানো হচ্ছে তাঁকে। অভিযোগ, তিনি ডাইনি। শুধু একবার পুড়িয়েই ক্ষান্ত হয়নি। পরপর তিনবার পোড়ানো হয়। অবশেষে ছাই হয়ে গেল তাঁর পুরো শরীর। সেই ছাই ফেলে দেওয়া হলো ফ্রান্সের সিন নদীতে। তিনি আর কেউ নন, ফ্রান্সের বীর নারী জোয়ান অফ আর্ক।
এই নারী স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন দেখেছিলেন তাঁর জন্মগ্রামের এক নদীতীরে বসে। ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের বীর নারী জোয়ান অফ আর্ককে ১৪৩১ সালে এদিনে (৩০ মে) মাত্র ১৯ বছর বয়সে পুড়িয়ে মেরে ফেলা হয়। ইংল্যান্ডের মানুষেরা উল্লাস করেছিল। আর ফরাসিদের হৃদয়ে হাহাকার। আর তাঁর সেই গোপন প্রেমিক তখন কী করছিল?
তাঁকে পুড়িয়ে মারার কারণ, তিনি ‘ডাইনি’। তাঁর বিরুদ্ধে অভিযোগ অনেক। প্রায় ৭০টির মতো। তিনি অল্প বয়সে মদ্যপান করতেন। পুরুষদের মতো পোশাক পরতেন। চুল বয় কাট ছিল। চলাফেরা পুরুষালি। জাদুবিদ্যা জানতেন। ঘোড়া চুরি করেছেন। সবচেয়ে বড় অপরাধ ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন।
১৪৩০ সালের মে মাসে জোয়ান ইংরেজদের মিত্রবাহিনীর হাতে আটক হন। তাঁরা ইংরেজদের হাতে জোয়ানকে তুলে দিলে শুরু হয় তাঁর বিচার। পিয়েরে কশন নামের এক বিশপ—আদালতের বিচারকাজ শুরু করেন।
১৪৩১ সালের মে মাসের মধ্যে অভিযোগ মাত্র ১২টিতে নামিয়ে আনা হয়েছিল। দুটো অভিযোগ জোরালো ছিল। পুরুষদের পোশাক পরা এবং ঈশ্বর সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল বলে দাবি করা। তাঁকে প্রশ্ন করা হয় তিনি আদৌ ঈশ্বরের দয়ায় আস্থা রাখেন কি না। সাহসী জোয়ান এর সরাসরি কোনো জবাব দেননি। বলেন, ঈশ্বর এত শক্তিশালী যে তিনি চাইলে যেকোনো বিচারই করতে পারেন। এই বিচারকের দরকার পড়ে না। এরপরই তাঁকে পুড়িয়ে মারা হয়। আর্ককে পুড়িয়ে মারার ১৫ দিনের মধ্যেই ইংল্যান্ডকে পাততাড়ি গুটিয়ে ফ্রান্স ছেড়ে দিতে হয়।
জোয়ান তাঁর বাবা জেকের সঙ্গে কৃষি খামারে কাজ করতেন একটু বড় হওয়ার পরই। মা ইসাবেলা তাঁকে সুতো বুনন এবং সেলাইর কাজ করাতেন। একেবারেই নিস্তরঙ্গ জীবন। এর ওপর ফ্রান্স তখন ইংল্যান্ডের দখলে। ইউরোপের দুই প্রধান শক্তির মধ্যে রেষারেষি চলছিলই। ফলে ফ্রান্সের সাধারণ প্রান্তিক অঞ্চলের মানুষ চরম আর্থিক অনটনে পড়ে। সেই সময়ে দঁরেমি গ্রামের মিউজ নদীর তীরে একদিন বসেছিলেন। সেই নদীর পাড় ঘেঁষে এক সৈনিককে প্রথম দেখেন সাদা ঘোড়া তীব্র বেগে ছুটিয়ে নিয়ে যাচ্ছেন।
এরপরই তিনি যুদ্ধে অংশগ্রহণের প্রস্তুতি নেন। তখন তাঁর বয়স মাত্র আঠারোর অল্প ওপরে।
জোয়ানকে হত্যার ঠিক ১৫ বছর পর পোপ তৃতীয় ক্যালিক্সটাসের নেতৃত্বে গঠিত এক আদালতে জোয়ানকে নির্দোষ ঘোষণা করা হয়। আর ১০৫ বছর পর ১৯২০ সালের ১৬ মে ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের বীর নারী জোয়ান অফ আর্ককে রোমে পোপ পঞ্চদশ বেনেডিক্ট ক্যানোনাইজ সেন্ট উপাধি দেওয়া হয়।
একজন যোদ্ধাকে কেন এত বছর পর ‘সন্ত’ উপাধি দেওয়া হয়েছিল এ প্রশ্ন রয়েছে অনেকের মনে। দার্শনিক মন্টেস্কু ছিলেন আলোকিত যুগের একজন ফরাসি লেখক এবং দার্শনিক। তার ‘পারসিয়ান লেটার’ বইতে উজবেক ও রিকা নামক দুজন পারস্য দেশীয় (বর্তমান ইরান) ভ্রমণকারীর ছদ্মনামে পারস্য সমাজের দোষ ত্রুটি তুলে ধরতে গিয়ে জোয়ান অফ আর্ক সম্পর্কে রিকা জানতে চাইছেন, আর্ককে এত অপবাদ দেওয়া হয়েছিল কেন?
জবাবে উজবেক বলছেন, এই অপবাদ তৈরিকৃত ছিল। ইংল্যান্ড ছড়িয়েছিল।
রিকা বলেন, নারীকে ‘ডাইনি’ বলে পুড়িয়ে দেওয়া কেমন বিচার?
উজবেক বলে, স্বার্থের রাজনীতি। একদিন নিশ্চয়ই তাঁর অবদানের জন্য তাঁকে ‘চরম ভালো’ কোনো খেতাবও দেওয়া হতে পারে।
পারসিয়ান লেটার কত আগের লেখা। অথচ উজবেকের সেই সংলাপই সত্য হলো। একসময় পশ্চিমা দুনিয়া জোয়ান অফ আর্কের জনপ্রিয়তাকে এড়িয়ে যেতে পারল না।
মৃত্যুর ১০৫ বছর পর ১৯২০ সালের ১৬ মে তাঁকে ‘সন্ত’ উপাধি দেওয়া হয়। আলথুসার এক ইন্টারভিউতে এই ‘সন্ত’ উপাধি দেওয়ার কারণ হিসেবে বলেন, খ্রিষ্টান ধর্মের মহত্ত্ব প্রচারের জন্যই তাঁকে ‘সন্ত’ উপাধি দিয়ে পাপমোচন করা হয়েছিল।
অন্যদিকে শুধু আধুনিক যুগে নয়, এখনো অনেক গবেষক জোয়ান অফ আর্ককে মৃগীরোগ থেকে শুরু করে সিজোফ্রেনিয়া পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে দাবি করছেন।
বলা হয়, ১২ বা ১৩ বছর বয়সে, জোয়ান অফ আর্ক স্পষ্টতই অদৃশ্য কণ্ঠস্বর শুনতে পেতেন এবং কাউকে দেখছেন (কিন্তু বাস্তবে আদৌ কেউ নেই) অনুভব করতে শুরু করেছিলেন, যা তিনি ঈশ্বরের কাছ থেকে আসা বার্তা হিসাবে ব্যাখ্যা করেছিলেন। তাঁর বিচারের সময়, তিনি সাক্ষ্য দিয়েছিলেন যে ফেরেশতা এবং সাধুরা প্রথমে তাঁকে কেবল গির্জায় যেতে এবং ধার্মিকভাবে জীবন যাপন করতে বলেছিলেন; পরে তাঁরা তাঁকে আক্রমণকারী ইংরেজদের হাত থেকে ফ্রান্সকে মুক্ত করতে এবং ফরাসি সিংহাসনের মুকুটবিহীন উত্তরাধিকারী সপ্তম চার্লসকে দেশের ন্যায়সংগত রাজা হিসেবে প্রতিষ্ঠা করতে নির্দেশ দিতে শুরু করেছিলেন।
মূলত হ্যালুসিনেশন বা বিভ্রমের কারণে এমন হতো বলে মত দেন অনেকে। তিনি ডিমেনশিয়ায় আক্রান্ত; কারণ, অল্প বয়সে পাস্তুরিত দুধ পান করা এবং গবাদিপশু পালন করতেন, এসবও বলা হয়।
ফরাসি সেনাবাহিনীর কমান্ডার থাকাকালে জোয়ান অফ আর্ক সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করেননি—এমন অভিযোগও করা হয়। তিনি কোনো প্রতিপক্ষকে হত্যা করেননি। পরিবর্তে, তিনি তাঁর সৈন্যদের সঙ্গে একধরনের অনুপ্রেরণামূলক মাসকট হিসেবে থাকতেন।
কিন্তু উইলিয়াম স্মিথের দাবি, তিনি এত রোগে আক্রান্ত হলে যুদ্ধ করলেন কীভাবে? কারণ, জোয়ান সামনের সারির থেকে দূরে থাকা সত্ত্বেও কমপক্ষে দুবার আহত হয়েছিলেন। তাঁর বিখ্যাত অরলিয়ান অভিযানের সময় কাঁধে একটি তির এবং প্যারিসকে মুক্ত করার ব্যর্থ প্রচেষ্টার সময় একটি ক্রসবো বোল্ট ঊরুতে লেগেছিল। জোয়ান দুজন ব্রিটিশ কমান্ডারকে গুলি করে হত্যাও করেছিলেন। স্মিথ মনে করেন, জোয়ানের বীরত্বগাথাকে ম্লান করার জন্য এসব প্রোপাগান্ডা। তবে যুদ্ধের কৌশলগত কারণে মনে করা হয়—জোয়ান অনেক সময়ই বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করতেন।১৯০৯ সালে পোলিশ বংশোদ্ভূত প্যারিসের অন্যতম জনপ্রিয় হেয়ারড্রেসার মন্সিউর অ্যান্টোইন জোয়ান অফ আর্কের হেয়ার স্টাইলের অনুসারী ফ্যাশনেবল ক্লায়েন্টদের চুল ছোট করে ‘বব কাট’ দিতে শুরু করেন। এই লুকটি সত্যিই ১৯২০-এর দশকে ধরা পড়ে, যা নীরব চলচ্চিত্র তারকাদের দ্বারা জনপ্রিয় হয়েছিল। এমনকি প্রিন্সেস ডায়ানাও প্রভাবিত ছিলেন বলে দাবি করেন মন্সিউর অ্যান্টোইন।
অ্যামি আর.
১৮৯৬ সালে মার্ক টোয়েন তাঁর শৈশবের নায়কের প্রতি শ্রদ্ধাঞ্জলি ‘পারসোনাল রিকলেকশনস অফ জোয়ান অফ আর্ক’ নামে উপন্যাস প্রকাশ করেন। সম্ভবত তাঁর জীবনের জীবন্ত এবং শ্বাসরুদ্ধকর প্রেমের মুখ বাঁচাতে। টোয়েন বইটি তাঁর স্ত্রী অলিভিয়া ল্যাংডনকে উৎসর্গ করেছিলেন। উপন্যাসের এক জায়গায় রয়েছে, অরলিন্স হামলার সময় জোয়ান অফ আর্কের ঊরুতে গুলি লাগলে তিনি মাটিতে হেলে পরার আগে অস্ফুট স্বরে শুধু বলেছিলেন, ‘আমার এক গোপন প্রেমিক ছিল’।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ছ ল ন স ব ধ নত উপন য স বছর পর হয় ছ ল ম র এক র সময় করত ন
এছাড়াও পড়ুন:
ঋণ নেওয়ার আগে যে ১০টি বিষয় অবশ্যই জানা উচিত
নানা কারণে আপনার ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে। অনেক সময় মানুষ ব্যক্তিগত ঋণ, গৃহঋণ নেয়। আবার গাড়ি কেনার জন্যও অনেকে ঋণ নেন। ক্রেডিট কার্ডের মাধ্যমেও ঋণ নেওয়া হয়।
কিন্তু অনেকেই ঋণের সঙ্গে সম্পৃক্ত কিছু মৌলিক শব্দ সম্পর্কে জানেন না। ব্যাংকের কর্মকর্তারা যখন এসব শব্দ বলেন, তখন অনেক কিছুই বোঝেন না ঋণ নিতে ইচ্ছুক গ্রাহকেরা। ফলে নিয়মকানুন না জেনেই ঋণ নেন। এতে নানা অপ্রত্যাশিত ঝামেলা তৈরি হয়। তাই ঋণ নেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বোঝা খুব দরকার।
১. আসল টাকা (প্রিন্সিপাল)
আপনি যে পরিমাণ টাকা ঋণ নিচ্ছেন, সেটিই আসল। এর ওপরই সুদ ধরা হয়। কিস্তি পরিশোধের সঙ্গে আসল ধীরে ধীরে কমতে থাকে।
২. সুদের হার (ইন্টারেস্ট রেট)
ঋণ নেওয়ার আগে সবচেয়ে ভাবতে হয় সুদের হার নিয়ে। সুদের হার বেশি হলে খরচ বেড়ে যায়। ঋণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুদের হার। এটি স্থিরও হতে পারে, আবার বাজারদরের ওপর নির্ভর করে বাড়তে-কমতেও পারে।
৩. মাসিক কিস্তি (ইএমআই)
ঋণের সুদ ও আসল পরিশোধ বাবদ প্রতি মাসে যে নির্দিষ্ট টাকা আপনাকে দিতে হবে। সেটি হলো ইএমআই বা ঋণের কিস্তি।
৪. ঋণের মেয়াদ
কত বছরের মধ্যে ঋণ শোধ করতে হবে, সেটিই হলো ঋণের মেয়াদ। মেয়াদ বেশি হলে কিস্তি ছোট হয়। কিন্তু মোট সুদের টাকা বেড়ে যায়। ছোট মেয়াদে কিস্তি বড় হয়। কিন্তু মোট সুদের টাকা কমে।
৫. অ্যানুয়াল পারসেন্টেজ রেট (এপিআর)
শুধু সুদ ও আসল নয়, বরং ঋণের সব খরচ (যেমন ফি, চার্জ) মিলিয়ে আসল ব্যয় কত হবে, তার হিসাব হলো অ্যানুয়াল পারসেন্টেজ রেট (এপিআর)। এটিই প্রকৃত খরচ বোঝায়।
৬. আগাম পরিশোধ (প্রিপেমেন্ট)
ঋণের বোঝা কমাতে অনেকে ঋণের সুদ ও আসলের টাকা আগেই শোধ করে দিতে চান। এতে সুদের খরচ কমে যায়।
৭. প্রসেসিং ফি
আপনি ঋণের জন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আবেদন করলেন। কিন্তু ঋণ আবেদন মঞ্জুর থেকে শুরু করে ছাড় কার্যক্রম পরিচালনার জন্য কিছু মাশুল দিতে হয়। এটিই প্রসেসিং ফি। এটি কখনো ঋণের টাকা থেকে কেটে নেওয়া হয়, আবার কখনো আলাদা দিতে হয়।
৮. স্থগিতকাল (মোরাটোরিয়াম)
বিশেষ পরিস্থিতিতে কিছুদিনের জন্য কিস্তি বন্ধ রাখার সুযোগকেই বলে স্থগিতকাল। তবে এই সময়েও সুদ জমতে থাকে। অনেক সময় ঋণ পরিশোধের জন্য বিশেষ কিস্তি ভাগও করে দেওয়া হয়।
৯. জামানত (কোলেটারাল)
ঋণের নিরাপত্তা হিসেবে আপনার সম্পদ (যেমন বাড়ি, সোনা, জমি) ব্যাংকে বন্ধক রাখা হয়। কিস্তি না দিলে ব্যাংক ওই সম্পদ বিক্রি করে টাকা তুলে নেয়।
১০. লোন-টু-ভ্যালু রেশিও
আপনি যত টাকা ঋণ নিচ্ছেন আর জামানতের মূল্য কত—এই অনুপাতকে বলে লোন টু ভ্যালু রেশিও (এলটিভি)। এর অনুপাত যত কম হয়, ব্যাংকের ঝুঁকি তত কম।