বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীতে আজও বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় বইছে দমকা হাওয়া। সাগরের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। 

উপকূলীয় এলাকায় এখনো ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। এ কারণে পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে তারা। 

এদিকে, গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকার দুই স্থানে নতুন করে বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। ফলে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি অবস্থায় আছেন হাজার হাজার মানুষ।

আরো পড়ুন:

সাতক্ষীরায় বাঁধে ভাঙন, শতাধিক ঘের প্লাবিত

আমাকে একাধিক গোয়েন্দা সংস্থার এজেন্ট বানানো হয়েছে: বাঁধন

 ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের কাজ করছেন এলাকাবাসী 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে পটুয়াখালীর গলাচিপার পানপট্রি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি বেড়িবাঁধ নতুন করে ভেঙে গেছে। ফলে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। রাঙ্গাবালী উপজেলার মধ্য চালিতাবুনিয়া গ্রামের বেড়িবাঁধ ভেঙে পুরো চালিতাবুনিয়া ইউনিয়ন প্লাবিত হয়েছে। চরআন্ডা গ্রামের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে রাঙ্গাবালী উপজেলার অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। 

কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া সী-বিচ সড়ক উদ্বোধনের আগেই সমুদ্রের ঢেউয়ের তাণ্ডবে ধ্বসে পড়েছে। দুই দফা জোয়ারে নদ-নদীর পানি ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধের বাইরের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। টানা বৃষ্টির বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর।

বাউফল উপজেলার আদাবাড়িয়ায় গাছ ভেঙে কয়েকটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধের বাইরের অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল। 

কৃষি ও মৎস্য খাতে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখানো নিরূপণ করতে পারেনি সংশ্লিষ্ট অধিদপ্তর।

রাঙ্গাবালী উপজেলা মধ্য চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা পারভেজ হোসেন বলেন, “আমাদের এখানের বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে। ঘর একেবারে তলিয়েছে। এখন আমরা পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নিয়েছি।” 

একই উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মোল্লা গ্রামের বাসিন্দা ফয়েজ হোসেন বলেন, “আমরা বেড়িবাঁধের বাইরে থাকি। অস্বাভাবিক জোয়ারের পানিতে আমাদের ঘর একেবারে তলিয়ে গেছে। স্থানীয়রা আমাদের উদ্ধার করেছে। এখন আমরা একটি বাড়িতে আশ্রয় নিয়েছি। অনেক দুরাবস্থার মধ্যে আছি।”

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মো.

আরেফিন বলেন, “জরুরি পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় ৮৪ মেট্রিক টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। এছাড়া শুকনো খাবারের জন্য ৮ উপজেলায় তিন লক্ষ্য করে টাকা এবং ঢেউটিন বিতরণের জন্য ৯ লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।”

ঢাকা/ইমরান/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প ল ব ত হয় ছ উপজ ল র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ