শিশুরা সচরাচর যাতায়াত করে, এমন সব জায়গায় ধূমপান নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স। দেশটির স্বাস্থ্য ও পরিবারবিষয়ক মন্ত্রী ক্যাথরিন ভত্রাঁ এমনটি বলেছেন।

আগামী ১ জুলাই থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এসব জায়গার আওতায় থাকবে সমুদ্রসৈকত, পার্ক, উন্মুক্ত উদ্যান, স্কুলের বাইরের এলাকা, বাসস্টপ এবং খেলার জায়গা।

ওয়েস্ট-ফ্রান্স দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাথরিন ভত্রাঁ বলেন, ‘যেখানে শিশুরা থাকে, সেখানে তামাকের অস্তিত্ব থাকা চলবে না।’ তিনি আরও বলেন, ‘ধূমপানের স্বাধীনতা সেখানে শেষ হওয়া উচিত, যেখানে শিশুদের নির্মল বাতাসে নিশ্বাস নেওয়ার স্বাধীনতা শুরু হয়।’

এই মন্ত্রী বলেন, ক্যাফে ও বারের বাইরের অংশ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এই নিয়ম ভাঙলে ১৩৫ ইউরো জরিমানা গুনতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৮ হাজার টাকার বেশি। সাধারণ পুলিশ এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে। তবে মানুষ এ নিয়ম মেনে চলবে বলে আশা করছেন তিনি।

তবে ই-সিগারেট এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। ক্যাথরিন বলেন, ই-সিগারেটে নিকোটিনের পরিমাণ সীমিত করতে কাজ করছেন।

ফরাসি মাদক ও মাদকাসক্তি পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ফ্রান্সে প্রতিদিন ২৩ দশমিক ১ শতাংশ মানুষ ধূমপান করেন, যা এখন পর্যন্ত সর্বনিম্ন। ২০১৪ সালের পর এই হার ৫ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।

ফ্রান্সের ন্যাশনাল কমিটি অ্যাগেইনস্ট স্মোকিং জানায়, প্রতিবছর তামাকজনিত রোগে ৭৫ হাজারের বেশি ধূমপায়ী মারা যান, দেশটিতে যা মোট মৃত্যুর ১৩ শতাংশ।

ফ্রান্সের রেস্তোরাঁ ও নাইটক্লাবের মতো প্রতিষ্ঠানগুলোয় ধূমপান ২০০৮ সাল থেকেই নিষিদ্ধ।

২০২৪ সালে সমুদ্রসৈকত, পার্ক ও অন্যান্য খালি জায়গায় ধূমপান নিষিদ্ধ করার ব্যাপক পদক্ষেপ নেওয়ার কথা ছিল ফ্রান্স সরকারের। কিন্তু সে সময় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি।

তবে ইতিমধ্যে দেড় হাজারের বেশি পৌরসভা স্বেচ্ছায় খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ করেছে এবং ফ্রান্সের শত শত সমুদ্রসৈকত কয়েক বছর ধরেই ধূমপানমুক্ত।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এনসিসি ব্যাংকের পর্ষদের সভা অনুষ্ঠিত

বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পর্ষদ সভাটি হয়।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম (কোম্পানি সচিব) ও মো. হাবিবুর রহমান এবং বোর্ড ডিভিশনের এসএভিপি মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা–সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি মুনাফা করেছে ১৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ২৭৫ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ১০২ কোটি টাকা। সর্বশেষ গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি মুনাফা করে ৫৮ কোটি টাকা। গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা ২০১ কোটি টাকা।

সম্পর্কিত নিবন্ধ