পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুতে বোলিং করবে বাংলাদেশ। এ নিয়ে লিটন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ও পাকিস্তানের বিপক্ষে শুরুর দুই টি-২০ ম্যাচেই টস হারলেন।  

টসের মতো ম্যাচেও টানা হারের মধ্যে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-২০ সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে হেরেছে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটি। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় এই ম্যাচটি তাই লিটন দাসদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই।  
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ