Samakal:
2025-11-02@07:00:24 GMT

মন ছুঁয়ে যায় মাধবীলতায়

Published: 30th, May 2025 GMT

মন ছুঁয়ে যায় মাধবীলতায়

বছর দশেক আগের কথা। নারায়ণগঞ্জের ব্যবসায়ী মঈনুদ্দিন আহমেদ মিঠু ঢাকা থেকে ফিরছিলেন। রাস্তায় দেখলেন, একটি বাড়ি ভরে আছে মাধবীলতায়। সেই বাড়ির সামনে গাড়ি থামালেন মনের অজান্তেই। বাড়ির মালিকের কাছ থেকে একটি চারা চেয়ে নিলেন। সেই চারা রোপণ করলেন নিজ বাড়ির সামনে। ৯ তলা ভবন বেয়ে ধীরে ধীরে উঠতে লাগল গাছটি। প্রথমবার ফুল ফোটা শুরু হতেই ভবনের সব বাসিন্দার মন জয় করে নিল মাধবীলতা।
মঈনুদ্দিন আহমেদ মিঠু এই ফুলের সৌন্দর্য বর্ণনা করে বললেন, ‘বসন্ত থেকে বর্ষা পর্যন্ত যখন ফুল ফুটতে থাকে, তখন পুরো বাড়ি ঘ্রাণে ম-ম করে। বাড়িটির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে গাছটি। একবার ঝড়ে এই গাছ ছুটে নিচে পড়ে যায়। আমরা ভবনের তিন-চারজন মিলে বেশ কষ্ট করে দড়ি দিয়ে বেঁধে ওপরে তুলে দিই। খুব টেনশনে ছিলাম, টেকে কিনা। কিন্তু ঠিকই টেকে গেল।’
এই ব্যবসায়ীর বাসা নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে। ইনডেক্স হাউজিং ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে আছেন মঈনুদ্দিন আহমেদ মিঠু। ভবনের জমিটি তাঁর পৈতৃক সম্পত্তি ছিল। পরবর্তী সময়ে তা ডেভেলপার কোম্পানিকে দেন। এই ভবনের সব বাসিন্দার কাছেই মাধবীলতা গাছটি প্রিয় হয়ে গেছে। ভবনের আরেক ফ্ল্যাট মালিক শফিউদ্দিন আহমেদ টিটু বলেন, ‘মানুষের যেমন পোষা প্রাণী থাকে, আমাদের ভবনের সব বাসিন্দার তেমনি এই গাছটি পোষা।  ঝড়বৃষ্টির দিনে গাছটি নিয়ে 
চিন্তায় থাকি।’
ইংরেজিতে হিপটেজ (Hiptage) নামে পরিচিত মাধবীলতার বৈজ্ঞানিক নামের সঙ্গে বাংলার নাম জড়িয়ে আছে। উদ্ভিদ গবেষকরা জানিয়েছেন, এ ফুলের বৈজ্ঞানিক নাম হিপটেজ বেঙ্গালেনসিস (Hiptage benghalensis)। লতানো এ গাছের পাতা উপবৃত্তাকার ও মাথা তীক্ষ্ণ। বাংলাদেশেই ফুলটি জন্মস্থান বলে মনে করা হয়। এটি প্রথম শনাক্ত হয়েছিলও এই ভূখণ্ডে। মাধবীলতার মোট পাপড়ি পাঁচটি। সাদা রঙের চারটি পাপড়ি আকারে ছোট। বিশেষ ধরনের বড় পাপড়ির মাঝে হলুদ ছাপ দেখা যায়।
পেশাদার বিজ্ঞান বক্তা আসিফ বলেন, ‘গাছ লাগানোর কথা বললেই আমাদের মনে পড়ে মাটিতে লাগানো বৃক্ষের কথা। শহরে গাছ লাগানোর জায়গার খুব সংকট। ইনডেক্স হাউজিংয়ের এই মাধবীলতা গাছটি শহুরে বৃক্ষরোপণের উদাহরণ হতে পারে।’
তাঁর ভাষ্য, ‘যেখানে গাছ থাকে সেখানকার তুলনায় গাছহীন জায়গার তাপ ২-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি হয়। এভাবে যদি আমরা লতাগাছ দিয়ে ভবনগুলো ঢেকে দিই তাহলে ভবনগুলোর উত্তাপ কমবে।’
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ দ ন আহম দ ভবন র

এছাড়াও পড়ুন:

না’গঞ্জ সদর থানা যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

‎শুক্রবার ( ৩১ অক্টোবর ) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তার কর্তৃক রোগীদের ফ্রী স্বাস্থ্য সেবা দেয়া ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়েজ উল্লাহ সজল, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।

‎সার্বিক তত্ত্বাবধানে ১৩নং ওয়ার্ড মোস্তাফিজুর রহমান, ইসহাক মোহাম্মদ তন্ময়, জুনায়েদ আহমেদ শামীম, আমিনুল ইসলাম রকি, আব্দুল্লাহ রোমান।

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
  • নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
  • সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
  • আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
  • সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত 
  • আড়াইহাজারে তিন হাজার নারী-পুরুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
  • ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শহরে শোডাউন করবে মহানগর বিএনপি
  • না’গঞ্জ সদর থানা যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ