ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ বা গোপনীয় বিভিন্ন তথ্য আদান-প্রদান করেন অনেকেই। কিন্তু স্মার্টফোন থেকে চাইলেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগআউট করা যায় না। এ সমস্যা সমাধানে এবার অ্যাপ থেকেই সরাসরি অ্যাকাউন্ট লগআউটের সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি হোয়াটসঅ্যাপের পরীক্ষামূলক সংস্করণে (২.

২৫.১৭.৩৭) ‘লগআউট (ইন্টারনাল)’ নামের নতুন একটি সুবিধা শনাক্ত করা হয়েছে। নতুন এ সুবিধা চালু হলে পুরোনো তথ্য মুছে না ফেলেই হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে সরাসরি লগআউট করা যাবে। তবে নতুন সুবিধাটি কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি মেটা।

অ্যান্ড্রয়েড অথোরিটির তথ্যমতে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগআউট করার সুবিধাটি অ্যাকাউন্ট সেটিংসে থাকা ‘অ্যাকাউন্ট ডিলিট’ অপশনের নিচে পাওয়া হবে। লগআউট করার সময় ‘ইরেজ অল ডেটা অ্যান্ড প্রেফারেন্সেস’ এবং ‘কিপ অল ডেটা অ্যান্ড প্রেফারেন্সেস’ নামের দুটি অপশন দেখতে পারবেন ব্যবহারকারীরা। প্রথম অপশন বেছে নিলে অ্যাপের সব তথ্য ও পছন্দসংক্রান্ত সেটিংস মুছে যাবে। দ্বিতীয়টি বেছে নিলে সেগুলো আগের মতোই জমা থাকবে। এর ফলে পুনরায় লগইন করার পর পুরোনো সব তথ্য দেখা যাবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপের ওয়েব ও ডেস্কটপ সংস্করণে প্রোফাইল সেটিংসে সরাসরি লগআউট করার সুবিধা থাকলেও মোবাইল অ্যাপে এ ধরনের কোনো অপশন নেই। এর ফলে স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হলে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।

সূত্র: দ্য ভার্জ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: টসঅ য প র

এছাড়াও পড়ুন:

হাদিকে গুলির ঘটনায় কে এই ফয়সাল করিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গতকাল পুরানা পল্টনে গুলি করা হয়েছে। প্রথম আলো খোঁজ নিয়ে জানতে পেরেছে, ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। তাঁর পুরো নাম ফয়সাল করিম দাউদ খান।

সম্পর্কিত নিবন্ধ