শরিফুল রাজের যে অভ্যাস ফারিণকে অবাক করে দিয়েছে
Published: 1st, June 2025 GMT
রোমান্টিক ঘরানার অভিনয়ে অভ্যস্ত তাসনিয়া ফারিণ এবার অ্যাকশন তারকা হিসেবে বড় পর্দায় আসছেন। ঈদে মুক্তি পাচ্ছে শরিফুল রাজ এবং তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’। সিনেমার ট্রেজার প্রকাশের পর অচেনা ফারিণকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। এদিকে রাজকে ‘ইনসাফ’ এর প্রকাশিত টিজারে দেখা গেছে ভয়ংকর এক সন্ত্রাসীর চরিত্রে। সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে মাসের পর মাস শরিফুল রাজকে কাছ থেকে দেখেছেন ফারিণ। তিনি নাকি অবাকও হয়েছেন। কিন্তু কেন?
সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে ফারিণ শরিফুল রাজ সম্পর্ মন্তব্য করেছেন। ফারিণ বলেন, ‘‘শরিফুল রাজ খুবই হার্ডওয়ার্কিং আর ডেডিকেটেড একজন অভিনেতা। উনি শ্যুটিং-এর ফাঁকেও ফোন ইউজ করেন না। আমরা তো শ্যুটিং শেষ হলে বা শটের ফাঁকেও বিভিন্ন সময় ফোন ইউজ করি, উনি তা করেন না। এটা মাসের পর মাস থাকে আমি অবাক হয়েছি দেখে।’’
ফারিণ আরও বলেন, ‘‘ শরিফুল রাজ সারাক্ষণ ক্যারেক্টার নিয়ে ভাবে, ক্যারেক্টার কীভাবে ভালো করা যাবে এটাই তার কাছে গুরুত্বপূর্ণ।’’
আরো পড়ুন:
চার হাজার কোটি টাকা দান করে যা বললেন জ্যাকি চ্যান
অপুকে ধর্ম নিয়ে মিথ্যা না বলার আহ্বান জয়ের
উল্লেখ্য, ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে এই প্রথম জুটি বেঁধেছেন রাজ-ফারিণ।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা