রোমান্টিক ঘরানার অভিনয়ে অভ্যস্ত তাসনিয়া ফারিণ এবার অ্যাকশন তারকা হিসেবে বড় পর্দায় আসছেন। ঈদে মুক্তি পাচ্ছে শরিফুল রাজ এবং তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’। সিনেমার ট্রেজার প্রকাশের পর অচেনা ফারিণকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। এদিকে রাজকে ‘ইনসাফ’ এর প্রকাশিত টিজারে দেখা গেছে ভয়ংকর এক সন্ত্রাসীর চরিত্রে। সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে মাসের পর মাস শরিফুল রাজকে কাছ থেকে দেখেছেন ফারিণ। তিনি নাকি অবাকও হয়েছেন। কিন্তু কেন?

সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে ফারিণ শরিফুল রাজ সম্পর্ মন্তব্য করেছেন। ফারিণ বলেন, ‘‘শরিফুল রাজ খুবই হার্ডওয়ার্কিং আর ডেডিকেটেড একজন অভিনেতা। উনি শ্যুটিং-এর ফাঁকেও ফোন ইউজ করেন না। আমরা তো শ্যুটিং শেষ হলে বা শটের ফাঁকেও বিভিন্ন সময় ফোন ইউজ করি, উনি তা করেন না। এটা মাসের পর মাস থাকে আমি অবাক হয়েছি দেখে।’’

ফারিণ আরও বলেন, ‘‘ শরিফুল রাজ সারাক্ষণ ক্যারেক্টার নিয়ে ভাবে, ক্যারেক্টার কীভাবে ভালো করা যাবে এটাই তার কাছে গুরুত্বপূর্ণ।’’ 

আরো পড়ুন:

চার হাজার কোটি টাকা দান করে যা বললেন জ্যাকি চ্যান

অপুকে ধর্ম নিয়ে মিথ্যা না বলার আহ্বান জয়ের

উল্লেখ্য, ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে এই প্রথম জুটি বেঁধেছেন রাজ-ফারিণ।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম

উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

সবজির দাম স্বাভাবিক
এ সপ্তাহে বাজারে টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, গাজর (দেশি) ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ৫০ টাকা এবং লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। তবে, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বেড়েছে মাছ ও মুরগির দাম
বিক্রেতারা বলছেন, নদীতে পানি বৃদ্ধির জন্য জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে এবং উজানের পানিতে খামারিদের পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ২৫০ থেকে ২৮০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।

এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে  ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ