মৌলভীবাজারে ভারী বর্ষণে রাজনগর-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের পাশে টিলা ধস ও গাছ উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

গতকাল শনিবার (৩১ মে) সন্ধ্যা রাতে রাজনগর উপজেলার ২৪ নাম্বার পাহাড়ি এলাকায় টিলা ধসের ঘটনা ঘটে। এসময় আঞ্চলিক মহাসড়কের দুপাশে গাড়িগুলো আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

এসময় প্রায় ৩০ মিনিট সড়ক বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মৌলভীবাজারে ভারী বর্ষণ হচ্ছিলো। মাঝে মাঝে বৃষ্টি কম থাকলেও বিকেল ৩টার পর ভারী বর্ষণ শুরু হয়। এসময় ভারী বর্ষণের কারণে রাজনগর-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের ২৪ নাম্বারে পাহাড়ি টিলা ধসের ঘটনা ঘটে। 

টিলা ধসের কারণে সেখানে থাকা পাহাড়ি গাছ সড়কের উপর পড়ে দুই পাশের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এসময় সড়কের দু'ধারে গাড়িগুলো যানজটের মধ্যে পড়ে। ব্যস্ততম সড়কটি ৩০ মিনিটের মতো বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে গাছ সরালে সড়কের একপাশ দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। তবে টিলা ধসের মাটি সড়ক থেকে সরানো যায়নি।

রাজনগর চা বাগানের শ্রমিক নেতা প্রদীপ যাদব বলেন, “কুলাউড়া যাওয়ার পথে ২৪ নম্বর এসে দেখি সড়ক বন্ধ। সড়কের উপরে পাহাড়ি টিলা ধসে পড়ার সাথে গাছও উপড়ে পড়েছে। পরে সেখান হেঁটে পাহাড় ধস এলাকা পাড়ি দিয়ে অন্য একটি গাড়ি ধরি।”

তিনি বলেন, “টিলা ধসের কারণে সড়কে মাটি রয়েছে। যার জন্য সড়ক পিচ্ছিল হয়ে পড়ে।”

রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আলী হোসেন বলেন, “খবর পাওয়ার সাথে সাথে সেখানে গিয়ে সড়কে পড়ে থাকা গাছ কেটে সরিয়ে গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা করি। সড়কের এক পাশ দিয়ে বর্তমানে গাড়ি চলাচল করছে। সড়কের মাটি সরানো যায়নি।”

ঢাকা/আজিজ/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জনগর সড়ক র

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে’ 
  • প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাযায় মতি, কান্নাজড়িত কণ্ঠে চাইলেন ক্ষমা
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • কষ্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৩
  • ১২ ও ১৩ নং ওয়ার্ডের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত 
  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ