গাজীপুরে কারখানার পানি খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ
Published: 1st, June 2025 GMT
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের অনেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
রবিবার ( ১ জুন) সকাল ১১টার দিকে শ্রমিকেরা অসুস্থ হতে শুরু করেন।
পুলিশ ও শ্রমিকরা জানান, মহানগরীর সাইনবোর্ড এলাকার রিয়াজ এক্সপোর্ট এ্যাপাঃ লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা প্রতিদিনের মতো সকালে অফিসে আসেন। পরে কারখানার পানি পান করলে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাদের অনেককে দ্রুত স্থানীয় তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়। এ ঘটনার পরে কারখানায় একদিনের সাধারণ ছুটি দেয়া হয়েছে।
আরো পড়ুন:
ড.
দক্ষতা উন্নয়নে ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে
আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে শ্রম আইন: সফিকুজ্জামান
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদ জানান, কারখানার পানি পান করে ৮০ থেকে ৯০ জন শ্রমিক পেটের সমস্যায় অসুস্থ হয়৷ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের এসপি এ কে এম জহিরুল ইসলাম জানান, একটি কারখানার বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন।
ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস চৌধুরী বলেন, ‘‘কিছু শ্রমিক অসুস্থবোধ করেন, পরে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বলছেন, পানি পান করে অসুস্থ হয়েছেন কিন্তু আমাদের কারখানা হাইজিং মেইনটেইন করে থাকি৷ তারা সবাই এখন সুস্থ রয়েছেন।’’
ঢাকা/রেজাউল/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//