পুলিশের সুধী সমাবেশে হট্টগোল: বিএনপি নেতা বললেন ‘ছাত্রদের মঞ্চে উঠিয়ে আমাদের সামনে বসিয়ে রাখা অপমানজনক’
Published: 1st, June 2025 GMT
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় হামলা চালিয়ে অস্ত্র লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে দোতলা থানা ভবন পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। অবশেষে সেই ভবন সংস্কার করে সেখানে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার বিকেলে থানা চত্বরে সুধী সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ। কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক।
সুধী সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবদুল খালেক, নাগরিক কমিটির প্রতিনিধি আলমাস মামুন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সস্পাদক জুবায়েদ রিপন প্রমুখ।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির প্রতিনিধির বক্তব্যের বিরোধিতা করে সমাবেশস্থলে হট্টগোল শুরু করেন বিএনপির নেতা–কর্মীরা।
একপর্যায়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আল আমিন কানাই, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুবদএর নেতা শরীফসহ বেশ কয়েকজন তাঁদের দিকে তেড়ে যান। পরে পুলিশ ও উপস্থিত জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে বিএনপি নেতা আল আমিন কানাই বলেন, ‘আন্দোলনে সব থেকে বড় ভূমিকা পালন করেছি আমরা। ৫ আগস্টের পর পুলিশকে আমরা শেল্টার দিয়ে কাজে ফিরিয়েছি আর পুলিশের প্রোগামে আমাদের বলা হয় না। আবার বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেয় দুই দিনকার ছেলেপেলে।’
এ ছাড়া কামাল উদ্দিন বলেন, ‘মঞ্চে বৈষম্যবিরোধী ছাত্রদের মঞ্চে উঠিয়ে আমাদের সামনে বসিয়ে রাখা অপমানজনক। আবার এরা বিএনপি বিরোধিতা করে বক্তব্য দেয়। পুলিশকে আমি সহযোগিতা করেছি। ৫ আগস্ট আমি কামাল থানার ওসিকে বাঁচিয়েছি। লুট করা অস্ত্র উদ্ধার করে দিয়েছি। অথচ আমাদের বলা হয়নি।’
এ বিষয়ে আজ রোববার বিকেলে জাতীয় নাগরিক কমিটির কুমারখালীর প্রতিনিধি সদস্য আলমাস হাসান প্রথম আলোকে বলেন, ‘আমাকে সংগঠক হিসেবে পুলিশ দাওয়াত করেছিল। সেখানে বক্তব্য দিয়েছি। বলেছি, ৫৪ বছর ধরে যারা এই দেশের পুলিশকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে, আমি তাদেরও বিচার চাই। এ কথা বলা কি আমার সাংবিধানিক অধিকার নয়?’
আলমাস হাসান আরও বলেছেন, ‘ডিআইজিকে বলেছি, শহীদ পরিবারের কাছে আপনি গিয়ে সরি বলেন। কেননা, তাঁদের পরিবার জানুক, পুলিশ তাঁদের পরিবারের সদস্যদের গুলি করে মেরেছে।’
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্যান্য থানার মতো কুষ্টিয়া মডেল থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এর প্রায় এক সপ্তাহ পর ১২ আগস্ট শহরের আমলাপাড়ায় অবস্থিত সদর ফাঁড়িতে অস্থায়ীভাবে থানার কার্যক্রম শুরু করে পুলিশ। এরপর পোড়া ভবন সংস্কারের কাজও শুরু হয়।
বদলি হবে লটারির মাধ্যমেসুধী সমাবেশ শুরু হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিআইজি রেজাউল হক। তিনি বলেন, ‘আমরা খুলনা রেঞ্জে কনস্টেবল থেকে সাবইন্সপেক্টরদের লটারির মাধ্যমে পোস্টিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। পদোন্নতিও করা হবে সবকিছু বিবেচনা করে। পুলিশের কেউ অপরাধ করলে সেটা তাঁর ব্যক্তিগত দায়, প্রতিষ্ঠানের দায় নয়।’
গণ–অভ্যুত্থানে দায়ের হওয়া হত্যা মামলার তদন্তের বিষয়ে রেজাউল হক বলেন, ‘মামলাগুলো যে শুধু রেঞ্জ অফিস মনিটরিং করে, তা নয়; পুলিশ হেডকোয়ার্টার্স মনিটরিং করে। এর কার্যক্রম অনেক দূর এগিয়েছে। আশা করি আমাদের তদন্ত সুষ্ঠু ও সুন্দর হবে। যারা অপরাধী, তাদের যেন বিচার হয়, সেটা মাথায় রেখে তদন্তে আমরা অনেক দূর এগিয়েছি।’
সম্প্রতি কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। ওই বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য ছিল কি না, জানতে চাইলে ডিআইজি বলেন, ‘আমাদের কাছে কোনো তথ্য ছিল না। পুলিশ সব সময় সব পারবে, এমনটাও নয়। তবে যে সংস্থাই সুব্রত বাইনকে গ্রেপ্তার করুক, পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’ এ সময় বাড়ির মালিকদের বাড়ি ভাড়া দেওয়ার সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক কম ট র ৫ আগস ট ব এনপ র আম দ র ড আইজ সদস য
এছাড়াও পড়ুন:
চোখে আলো ফেলা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে কৃষককে হত্যা
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় চোখে টর্চলাইটের আলো পড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এরশাদ আলী (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পশ্চিম সোহাগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পশ্চিম সোহাগীপাড়া গ্রামের বাসিন্দা। খবর পেয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম সোহাগীপাড়া গ্রামে মানিক মিয়ার মুদিদোকানে যান এরশাদ আলী। এ সময় এরশাদ আলীর চোখে টর্চলাইটের আলো ফেলে বিরক্ত করেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে সাকিব মিয়া। এ নিয়ে দুজন বাগ্বিতণ্ডায় জড়ালে স্থানীয় লোকজন মিটমাট করে দেন। পরে এরশাদ আলীসহ সবাই যে যার মতো বাড়িতে চলে যান।
স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ছয়টার দিকে এরশাদ আলীকে ডেকে নিয়ে আবার কথা-কাটাকাটি ও মারামারিতে জড়ান সাকিব ও তাঁর সঙ্গে আসা কয়েকজন। একপর্যায়ে এরশাদ আলীকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন আহত এরশাদ আলীকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে অভিযুক্ত সাকিব মিয়াসহ তিনজনকে আটক করে পুলিশ।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, পুলিশ তিনজনকে আটক করেছে। নিহত এরশাদ আলীর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।