বছরের বিভিন্ন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহা বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব উৎসব কেন্দ্র করে দেশের নানা প্রান্তে কর্মব্যস্ত মানুষেরা স্বপ্ন দেখেন প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্য বাড়ি ফেরার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ট্রেন, বাস কিংবা লঞ্চ—যেকোনো গণপরিবহনের টিকিট সংগ্রহ সাধারণ মানুষের জন্য দিন দিন অসহনীয় হয়ে উঠছে।
অনলাইনে যে টিকিট সরবরাহ করা হয়, তা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। অন্যদিকে বহু স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে, ভিড় ঠেলে টিকিট কাটতে গেলে দেখা যায়—সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। অথচ কিছুক্ষণের মধ্যেই সেই টিকিটই কালোবাজারিদের হাতে দুই-তিন গুণ বেশি দামে পাওয়া যায়, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রায়ই অভিযোগ ওঠে, পরিবহন সংস্থার কিছু অসাধু কর্মচারী এই অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত। এতে একদিকে যেমন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
আমরা সাধারণ যাত্রীরা চাই, কালোবাজারি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক এবং যারা এ কাজে জড়িত, তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক।
মো.
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডাইনির সাজে শাবনূর!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
আরো পড়ুন:
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ
বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক
সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”
ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”
ঢাকা/রাহাত/লিপি