ইস্টার্ন ব্যাংক নিয়ে এলো মাস্টারকার্ড ভার্চুয়াল প্রি-পেইড কার্ড
Published: 1st, June 2025 GMT
বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) মাস্টার কার্ডের সঙ্গে নতুন ভার্চুয়াল প্রি-পেইড কার্ড চালু করেছে। এই কার্ড ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সম্পুর্ণ ডিজিটাল ও ইকো-ফ্রেন্ডলি পেমেন্ট সমাধান উপভোগ করবেন। দুটি ভ্যারিয়েন্টে কার্ডটি পাওয়া যাবে- ইবিএল বাংলা লিংক মাস্টারকার্ড কো-ব্র্যান্ড ভার্চুয়াল প্রি-পেইড কার্ড, এবং ইবিএল মাস্টারকার্ড একুয়া ভার্চুয়াল প্রি-পেইড কার্ড।
ইস্টার্ন ব্যাংকে স্কাইব্যাংকিং মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল কার্ডটি ইস্যু করা যাবে। এজন্য, ইস্টার্ন ব্যাংকের সঙ্গে পূর্বের কোনও ব্যাংকিং সম্পর্কের প্রয়োজন পড়বে না। নতুন গ্রাহকরাও এই কার্ড ইস্যু করে এক্টিভেট করতে পারবেন। কার্ডধারীরা তাদের স্মার্টফোনের মাধ্যমে পরিপূর্ণ কার্ডসেবা উপভোগ করার সুযোগ পাবেন। এই ডিজিটাল কার্ডের সঙ্গে যুক্ত থাকবে শক্তিশালী নিরাপত্তা এবং ফ্লেক্সিবল ব্যবহার অপশন। কার্ডটির ডিজাইন পরিবেশ সচেতনতা ভিত্তিক করা হয়েছে।
সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে কার্ডের অনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও ওসমান এরশাদ ফয়েজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম.
উৎস: Samakal
কীওয়ার্ড: ইস ট র ন ব য ক
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।