ইস্টার্ন ব্যাংক নিয়ে এলো মাস্টারকার্ড ভার্চুয়াল প্রি-পেইড কার্ড
Published: 1st, June 2025 GMT
বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) মাস্টার কার্ডের সঙ্গে নতুন ভার্চুয়াল প্রি-পেইড কার্ড চালু করেছে। এই কার্ড ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সম্পুর্ণ ডিজিটাল ও ইকো-ফ্রেন্ডলি পেমেন্ট সমাধান উপভোগ করবেন। দুটি ভ্যারিয়েন্টে কার্ডটি পাওয়া যাবে- ইবিএল বাংলা লিংক মাস্টারকার্ড কো-ব্র্যান্ড ভার্চুয়াল প্রি-পেইড কার্ড, এবং ইবিএল মাস্টারকার্ড একুয়া ভার্চুয়াল প্রি-পেইড কার্ড।
ইস্টার্ন ব্যাংকে স্কাইব্যাংকিং মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল কার্ডটি ইস্যু করা যাবে। এজন্য, ইস্টার্ন ব্যাংকের সঙ্গে পূর্বের কোনও ব্যাংকিং সম্পর্কের প্রয়োজন পড়বে না। নতুন গ্রাহকরাও এই কার্ড ইস্যু করে এক্টিভেট করতে পারবেন। কার্ডধারীরা তাদের স্মার্টফোনের মাধ্যমে পরিপূর্ণ কার্ডসেবা উপভোগ করার সুযোগ পাবেন। এই ডিজিটাল কার্ডের সঙ্গে যুক্ত থাকবে শক্তিশালী নিরাপত্তা এবং ফ্লেক্সিবল ব্যবহার অপশন। কার্ডটির ডিজাইন পরিবেশ সচেতনতা ভিত্তিক করা হয়েছে।
সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে কার্ডের অনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও ওসমান এরশাদ ফয়েজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম.
উৎস: Samakal
কীওয়ার্ড: ইস ট র ন ব য ক
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট