সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ লিটনের, ঘুরে দাঁড়ানোর আশ্বাস
Published: 2nd, June 2025 GMT
পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারের পর দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। সেই সঙ্গে আশ্বাস দিয়েছেন, তার দল শিগগিরই ঘুরে দাঁড়াবে।
রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগের দুই ম্যাচেও হারের মুখ দেখেছিল লিটনের দল, প্রথম ম্যাচে ৩৭ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৫৭ রানে। শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করে বাংলাদেশ ১৯৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। লক্ষ্যটা কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও পাকিস্তান সেটি টপকে যায় ১৬ বল হাতে রেখেই। আগের দুই ম্যাচে রান তাড়ায় ব্যর্থ হলেও এবার ব্যাটিংয়ে কিছুটা উন্নতির ছাপ রেখেছে সফরকারীরা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, ‘আগের দুই ম্যাচেও আমরা বোলিং ও ফিল্ডিংয়ে ভালো করিনি। আজ ব্যাটিংটা তুলনামূলক ভালো হয়েছে, উইকেটটাও ভালো ছিল। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানের জন্য কীভাবে বল করতে হয়, সেটা আমাদের ভাবতে হবে, শিখতে হবে।’
তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলেও লিটন ইতিবাচক দিকও তুলে ধরেছেন, বিশেষ করে শেষ ম্যাচে ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসানের ১১০ রানের জুটি নিয়ে আশাবাদী তিনি। ‘ইমন ও তানজিদ দারুণ ব্যাটিং করেছে। দলের বেশিরভাগ খেলোয়াড়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।’
সিরিজের প্রতিটি ম্যাচেই গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই প্রসঙ্গে লিটন বলেন, ‘দর্শকদের সমর্থন অসাধারণ ছিল। তারা দুই দলকেই উৎসাহ দিয়েছেন। আমরা একটি ম্যাচও জিততে পারিনি, বাংলাদেশের দর্শকদের কাছে এজন্য আমি দুঃখিত। আশা করি, আমরা শিগগিরই ঘুরে দাঁড়াতে পারব।’
বাংলাদেশ দলের সামনে পরবর্তী চ্যালেঞ্জ আগামী জুলাইয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে লঙ্কানদের মাটিতেই দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলবে টাইগাররা। সফরের সূচনা হবে ১৭ জুন, গলে প্রথম টেস্ট দিয়ে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ল টন দ স
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা