সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ লিটনের, ঘুরে দাঁড়ানোর আশ্বাস
Published: 2nd, June 2025 GMT
পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারের পর দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। সেই সঙ্গে আশ্বাস দিয়েছেন, তার দল শিগগিরই ঘুরে দাঁড়াবে।
রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগের দুই ম্যাচেও হারের মুখ দেখেছিল লিটনের দল, প্রথম ম্যাচে ৩৭ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৫৭ রানে। শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করে বাংলাদেশ ১৯৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। লক্ষ্যটা কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও পাকিস্তান সেটি টপকে যায় ১৬ বল হাতে রেখেই। আগের দুই ম্যাচে রান তাড়ায় ব্যর্থ হলেও এবার ব্যাটিংয়ে কিছুটা উন্নতির ছাপ রেখেছে সফরকারীরা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, ‘আগের দুই ম্যাচেও আমরা বোলিং ও ফিল্ডিংয়ে ভালো করিনি। আজ ব্যাটিংটা তুলনামূলক ভালো হয়েছে, উইকেটটাও ভালো ছিল। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানের জন্য কীভাবে বল করতে হয়, সেটা আমাদের ভাবতে হবে, শিখতে হবে।’
তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলেও লিটন ইতিবাচক দিকও তুলে ধরেছেন, বিশেষ করে শেষ ম্যাচে ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসানের ১১০ রানের জুটি নিয়ে আশাবাদী তিনি। ‘ইমন ও তানজিদ দারুণ ব্যাটিং করেছে। দলের বেশিরভাগ খেলোয়াড়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।’
সিরিজের প্রতিটি ম্যাচেই গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশের সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই প্রসঙ্গে লিটন বলেন, ‘দর্শকদের সমর্থন অসাধারণ ছিল। তারা দুই দলকেই উৎসাহ দিয়েছেন। আমরা একটি ম্যাচও জিততে পারিনি, বাংলাদেশের দর্শকদের কাছে এজন্য আমি দুঃখিত। আশা করি, আমরা শিগগিরই ঘুরে দাঁড়াতে পারব।’
বাংলাদেশ দলের সামনে পরবর্তী চ্যালেঞ্জ আগামী জুলাইয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে লঙ্কানদের মাটিতেই দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলবে টাইগাররা। সফরের সূচনা হবে ১৭ জুন, গলে প্রথম টেস্ট দিয়ে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ল টন দ স
এছাড়াও পড়ুন:
জকসুতে এআই ব্যবহারে থাকবে শিথিলতা, তবে অপব্যবহার করা যাবে না: নির্বাচন কমিশন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহারে শিথিলতা থাকবে। তবে এর অপব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য জুলফিকার মাহমুদ।
রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর আচরণবিধিবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের এক দাবির জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে ফয়সাল মুরাদ বলেন, ‘নির্বাচনী আচরণবিধির ৭–এর ঘ ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যাবে না। আমরা যারা ছোট সংগঠন, আমাদের তহবিল সীমিত। আমরা নির্বাচনী প্রচারের জন্য এআই ব্যবহার করে দু-এক মিনিটের ভিডিও বানিয়ে প্রচার কার্যক্রম চালাতে চাই। আমাদের দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশন যেন শিথিল নীতি গ্রহণ করে।’
মুরাদ আরও বলেন, বিগত চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে কিছু ত্রুটি লক্ষ করা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত রাখার জন্য যতগুলো ভোটকক্ষ থাকবে, সব কটি সিসিটিভি ফুটেজের আওতায় রাখতে হবে। সবার জন্য সেই সিসিটিভি ফুটেজ উন্মুক্ত রাখতে হবে। ভোট গ্রহণকে স্বচ্ছ রাখার জন্য ভোটকক্ষের ভেতরে জাতীয় গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার অনুমতি দেওয়ার কথা বলেন তিনি।
দাবির পরিপ্রেক্ষিতে জকসুর নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ বলেন, ‘এআই ব্যবহার করে বিভিন্নজনের চরিত্র হনন করা হয়, অপপ্রচার চালানো হয়। সেদিক থেকে চিন্তা করে এআই ব্যবহার নিষিদ্ধ রেখেছিলাম। তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে এআই ব্যবহারে শিথিলতা থাকবে প্রচার–প্রসারে, তবে অপব্যবহার করা যাবে না। আর সরাসরি সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আলোচনা করে।’
প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা।