অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাগারে ৫ ভারতীয়
Published: 2nd, June 2025 GMT
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের আসাম রাজ্যের পাঁচ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে শেরপুর জেলা পুলিশ। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
তিন দিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়। শনিবার (৩১ মে) সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করে শেরপুর সদর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তিন দিন আগে বিএসএফ ভারতের ৫ নাগরিককে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠায়। পথে পথে ঘুরে শনিবার সন্ধ্যার দিকে শেরপুর সদর উপজেলার চুনিয়ার চর এলাকায় এসে মানুষের কাছে খাবার চান তারা। সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ওই পাঁচ ব্যক্তির সবাই মুসলিম এবং সবাই অসমিয়া ভাষায় কথা বলেন। তারা হলেন- ওয়াস উদ্দিন (৫৫), সৈয়ব আলী (৪৫), খায়রুদ্দিন (৩৫), জমিলা খাতুন (৩৫) ও মনোয়ারা বেওয়া (৫০)।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ঢাকা/তারিকুল/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর ত দ রক
এছাড়াও পড়ুন:
সুন্দরবনের ভারতীয় অংশের বিএসএফের হাতে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী
অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বিএসএফ সূত্রে জানানো হয়েছে, সুন্দরবনের ভারতীয় অংশের উত্তাল নদীতে দীর্ঘক্ষণ ধাওয়া করে তাদের আটক করা হয়। ধৃত মৎসজীবীরা বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার পুরালিয়া গ্রামের বাসিন্দা। মাছ ধরার ট্রলার ও জালসহ তাদেরকে আটক করা হয়।
আরো পড়ুন:
কলকাতায় সম্মিলিত সেনা সম্মেলন উদ্বোধন নরেন্দ্র মোদির
অবৈধ অভিবাসীদের প্রতি নরম হওয়ার দিন শেষ: ট্রাম্প
বিএসএফ জানায়, রবিবার সীমান্তের সুন্দরবন অংশে রুটিন টহল দেয়ার সময় গোসাবা রেঞ্জের বাঘমারি জঙ্গল এলাকায় বাংলাদেশি অবৈধ ট্রলারের উপস্থিতি নজরে আসে বিএসএফ জওয়ানদের। বিএসএফ জওয়ানদের পেট্রোল বোট ট্রলারটির কাছে যাওয়ার চেষ্টা করতেই ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুততার সঙ্গে ট্রলারের পিছু ধাওয়া করা হয়। দীর্ঘক্ষণ ধাওয়া করে পরবর্তীতে পাকড়াও করা হয় বাংলাদেশি ট্রলারটিকে। অবৈধ অনুপ্রবেশ এর অভিযোগে আটক করা হয় এতে থাকা ১৯ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। বাজেয়াপ্ত করা হয় ট্রলারটি।
বিএসএফ আরো জানায়, আটকের পর দীর্ঘ জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগের বিপরীতে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি। ফলে জিজ্ঞাসাবাদের পরে তাদের স্থানীয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ সোমবার তাদের আলিপুর আদালতে তোলা হবে।
ঢাকা/সুচরিতা/ফিরোজ