আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য খাতে নির্বাচন কমিশনের (ইসি) জন্য জাতীয় বাজেটে দুই হাজার ৯৫৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখেছে অন্তর্বর্তী সরকার। 

সোমবার প্রস্তাবিত বাজেটে এ বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থ বছরের তুলনায় এবারের বাজেট বরাদ্দ বেড়েছে।
  
বাজেট উপস্থাপনায় দেখা যায়, সরকার পরিচালনা খাতে দুই হাজার ৭২৬ কোটি ৯৫ লাখ টাকা, আর উন্নয়ন খাতে ২২৯ কোটি ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের প্রধান যে কাজগুলো বরাদ্দের মধ্যে রয়েছে সেগুলো হলো- রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন এবং এ সংক্রান্ত ডাটাবেইজ ও ডাটা সেন্টার রক্ষণাবেক্ষণ; জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী সীমানা নির্ধারণ; রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এবং আইন দ্বারা নির্ধারিত অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচন পরিচালনা; জাতীয় পরিচয়পত্র প্রস্তুত ও বিতরণ এবং সেবা দেওয়া।
  
আরও রয়েছে, নির্বাচনী বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন এবং সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী নিষ্পত্তিকরণ; নির্বাচন ও নির্বাচন কমিশন সম্পর্কিত আইনের প্রস্তাবনা প্রস্তুতকরণ এবং বিধিমালা, প্রবিধি ও নীতিমালা প্রণয়ন; রাজনৈতিক দলের নিবন্ধন এবং নিবন্ধন করা রাজনৈতিক দলের প্রতীক সংরক্ষণ; এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ ও সমন্বয়, আন্তর্জাতিক সভা-সমিতি, সেমিনার-ওয়ার্কশপের আয়োজন ও অংশগ্রহণ এবং চুক্তি প্রণয়ন। ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট নির্বাচন কমিশনের জন্য এক হাজার ১৪১ কোটি ৮৫ লাখ ৮৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইস ব জ ট ২০২৫ ২৬ র প রস ত বর দ দ সরক র

এছাড়াও পড়ুন:

‘গুলবাহার’ হয়ে ধরা দিলেন আরোহী মিম

ছবি: ফেসবুক

সম্পর্কিত নিবন্ধ