নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় সাইফুল ইসলাম (২৫) নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে চানন্দী ইউনিয়নের দরবেশ বাজারসংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা এসব তথ্য জানিয়েছেন। নিহত পুলিশ সদস্য সাইফুল ইসলাম লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মৃত্যু হলো। গত রোববার লক্ষ্মীপুরের রামগতি উপকূলে মেঘনা নদী থেকে নিখোঁজ রোহিঙ্গা নারী হাছিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে তাঁর সঙ্গে থাকা শিশু তামিমের (৩) খোঁজ মেলেনি।
গত শনিবার বিকেলে চানন্দী ইউনিয়নের করিমবাজার ঘাটের কাছে মেঘনার ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে পণ্যবাহী ট্রলার ডুবে যায়। ট্রলারটি শনিবার সকালে চেয়ারম্যানঘাট থেকে পণ্য নিয়ে ভাসানচর গিয়েছিল। দুপুরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রলারে থাকা ৩৯ যাত্রী নদীতে পড়ে যান। পরে অন্য ট্রলারের সহায়তায় সন্ধ্যা পর্যন্ত একজন মৃতসহ ৩৬ জনকে উদ্ধার করা হয়। বাকি তিনজন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে রবি ও সোমবার দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।
কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা