বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঈদুল আজহা উপলক্ষে অস্ট্রেলিয়া যাচ্ছেন। মঙ্গলবার রাতে ঢাকা ছাড়বেন তিনি। অস্ট্রেলিয়ায় রয়েছে তার স্ত্রী ও দুই সন্তান। পরিবারের সঙ্গেই এবারের ঈদ উদযাপন করবেন এই সাবেক ক্রিকেটার।

দীর্ঘ এক যুগের বেশি সময় অস্ট্রেলিয়ায় কাটিয়েছেন বুলবুল। সেখান থেকেই আইসিসির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পালন করেছেন। বিসিবির দায়িত্ব নেওয়ার আগে তিনি নিয়মিত অস্ট্রেলিয়া ও দুবাই যাতায়াত করতেন পেশাগত কারণে। যদিও এখন বাংলাদেশেই তার অবস্থান, তবে পরিবারের সঙ্গে সময় কাটাতে ঈদের সময়টাতে ফিরছেন অস্ট্রেলিয়ায়।

বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৭ জুন, তবে অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপিত হবে একদিন আগেই ৬ জুন। তাই আগেভাগেই যাত্রা শুরু করছেন বিসিবি সভাপতি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বুলবুল বলেন, ‘মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া যাবো ইনশাআল্লাহ। আশা করছি, ঈদের সপ্তাহখানেক পরই দেশে ফিরবো। তবে ১৪ জুন আইসিসির একটি মিটিং আছে। সেখানে যোগ দিতে হতে পারে। সেক্ষেত্রে হয়তো ১৮ জুন ফিরবো।’

গত ৩০ মে বিসিবি সভাপতির দায়িত্ব পান আমিনুল। দায়িত্ব নিয়েই দ্রুত সক্রিয় হয়ে ওঠেন ক্রিকেটীয় কার্যক্রমে। বোর্ডে নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দেন, দেশের প্রতিটি অঞ্চলে ক্রিকেট বিস্তারের লক্ষ্যেই তিনি কাজ করতে চান।

আইসিসির হয়ে দীর্ঘদিন মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বুলবুল জানেন, ক্রিকেটকে জাতীয় পর্যায়ে নিতে হলে গ্রাসরুটে বিনিয়োগ জরুরি। তাই আঞ্চলিক কাঠামোর মাধ্যমে তিনি ক্রিকেট পরিচালনার কথা ভাবছেন, যাতে বিভাগীয় শহরকেন্দ্রিক না থেকে প্রত্যন্ত এলাকার সম্ভাবনাময় খেলোয়াড়েরাও সুযোগ পায়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ