বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঈদুল আজহা উপলক্ষে অস্ট্রেলিয়া যাচ্ছেন। মঙ্গলবার রাতে ঢাকা ছাড়বেন তিনি। অস্ট্রেলিয়ায় রয়েছে তার স্ত্রী ও দুই সন্তান। পরিবারের সঙ্গেই এবারের ঈদ উদযাপন করবেন এই সাবেক ক্রিকেটার।

দীর্ঘ এক যুগের বেশি সময় অস্ট্রেলিয়ায় কাটিয়েছেন বুলবুল। সেখান থেকেই আইসিসির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পালন করেছেন। বিসিবির দায়িত্ব নেওয়ার আগে তিনি নিয়মিত অস্ট্রেলিয়া ও দুবাই যাতায়াত করতেন পেশাগত কারণে। যদিও এখন বাংলাদেশেই তার অবস্থান, তবে পরিবারের সঙ্গে সময় কাটাতে ঈদের সময়টাতে ফিরছেন অস্ট্রেলিয়ায়।

বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৭ জুন, তবে অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপিত হবে একদিন আগেই ৬ জুন। তাই আগেভাগেই যাত্রা শুরু করছেন বিসিবি সভাপতি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বুলবুল বলেন, ‘মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া যাবো ইনশাআল্লাহ। আশা করছি, ঈদের সপ্তাহখানেক পরই দেশে ফিরবো। তবে ১৪ জুন আইসিসির একটি মিটিং আছে। সেখানে যোগ দিতে হতে পারে। সেক্ষেত্রে হয়তো ১৮ জুন ফিরবো।’

গত ৩০ মে বিসিবি সভাপতির দায়িত্ব পান আমিনুল। দায়িত্ব নিয়েই দ্রুত সক্রিয় হয়ে ওঠেন ক্রিকেটীয় কার্যক্রমে। বোর্ডে নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দেন, দেশের প্রতিটি অঞ্চলে ক্রিকেট বিস্তারের লক্ষ্যেই তিনি কাজ করতে চান।

আইসিসির হয়ে দীর্ঘদিন মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বুলবুল জানেন, ক্রিকেটকে জাতীয় পর্যায়ে নিতে হলে গ্রাসরুটে বিনিয়োগ জরুরি। তাই আঞ্চলিক কাঠামোর মাধ্যমে তিনি ক্রিকেট পরিচালনার কথা ভাবছেন, যাতে বিভাগীয় শহরকেন্দ্রিক না থেকে প্রত্যন্ত এলাকার সম্ভাবনাময় খেলোয়াড়েরাও সুযোগ পায়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার শপথ ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা যোদ্ধাদের

বিজয়ের মাস ঢাকায় এক হলেন একাত্তরে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা; তাঁরা শপথ নিলেন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার।

আজ শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গেরিলা যোদ্ধাদের এই মিলনমেলায় এই বাহিনীর জীবিত সদস্যদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। দিনভর এই আয়োজন করে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী সমন্বয় কমিটি।

একাত্তরে মুক্তিযুদ্ধে আলাদা গেরিলা বাহিনী গঠন করে অংশ নিয়েছিলেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের সদস্যরা। কয়েক হাজার গেরিলা যোদ্ধার এই বাহিনীর নেতৃত্বে ছিলেন কমিউনিস্ট পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ। কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারার যুদ্ধে এই বাহিনীর সদস্যদের আত্মদান মুক্তিযুদ্ধের ইতিহাসে আলোচিত ঘটনা।

স্বাধীনতার পর এই গেরিলা বাহিনীর সদস্যরা মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে অস্ত্র সমর্পণ করেছিলেন। দেড় যুগ আগে আওয়ামী লীগ সরকার গঠনের পর মুক্তিযোদ্ধাদের যে তালিকা করেছিল, তাতে এই বাহিনীর সদস্যদের রাখা হয়নি। পরে উচ্চ আদালতের নির্দেশে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

শহীদ মিনারে মিলনমেলার ঘোষণাপত্র পাঠ করেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি এই গেরিলা বাহিনীর সদস্য ছিলেন, স্বাধীনতার পর অনুষ্ঠিত প্রথম ডাকসু নির্বাচনে ভিপি হয়েছিলেন তিনি।

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার একাত্তরে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর মিলনমেলায় সিপিবির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম

সম্পর্কিত নিবন্ধ