আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল, আর্জেন্টিনা, বাংলাদেশসহ যেসব ম্যাচ ঘিরে উত্তেজনা, জেনে নিন দিন–তারিখ
Published: 3rd, June 2025 GMT
২০২৪–২৫ মৌসুম যেন শেষ হয়েও হলো না শেষ! চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর ১৫ দিন বিরতি দিয়ে শুরু হবে ক্লাব বিশ্বকাপের ধুন্ধুমার লড়াই। তবে এই বিরতিও আবার বিরতি নয়। মাঝের এই সময়ে আন্তর্জাতিক ফুটবলে অপেক্ষা করছে দুর্দান্ত সব ম্যাচ। যেখানে মাঠে দেখা যাবে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, ফ্রান্স ও জার্মানির মতো দলকে। একই সময়ে অবশ্য বাংলাদেশ ফুটবল দলও খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে, যে ম্যাচ ঘিরে তৈরি হয়েছে দারুণ উন্মাদনা! উল্লেখযোগ্য এসব ম্যাচ কখন–কোথায়, জেনে নেওয়া যাক একনজরে।ইকুয়েডর–ব্রাজিল
বিশ্বকাপ বাছাই
৬ জুন, শুক্রবার, ভোর ৫টা
বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ইকুয়েডর। ম্যাচটি দিয়ে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে ব্রাজিলের ফুটবল। এই ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে অভিষেক হবে কার্লো আনচেলত্তির। এ ম্যাচে সব ছাপিয়ে তাই চোখ থাকবে আনচেলত্তির ওপরই। এমনকি ম্যাচটিতে জিতলে ইকুয়েডরকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসার সুযোগ থাকবে ব্রাজিলের। এখন আনচেলত্তির অভিষেকে জয় দিয়ে ব্রাজিল শুভসূচনা পায় কি না, সেটাই দেখার অপেক্ষা।
আরও পড়ুন২০২৬ বিশ্বকাপ: মেসি-রোনালদো-নেইমার, কে থাকবেন কে থাকবেন না২৩ এপ্রিল ২০২৫ব্রাজিল–প্যারাগুয়েবিশ্বকাপ বাছাই
১১ জুন, বুধবার, সকাল ৬টা ৪৫ মিনিট
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের হয়ে আনচেলত্তির অভিষেক হলেও সেই ম্যাচ কিন্তু হবে প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে অভিষেকের জন্য আনচেলত্তিকে অপেক্ষা করতে হবে ১১ জুন পর্যন্ত। যেদিন সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্সে ব্রাজিল মুখোমুখি হবে প্যারাগুয়ের। ব্রাজিলের মাটিতে ডাগআউটে আনচেলত্তির প্রথম ম্যাচটি ঘিরে নিশ্চিতভাবে উত্তেজনা তুঙ্গে থাকবে। ভক্ত–সমর্থকদের চাপ সামলে সেদিন দারুণ করে দেখাতে চাইবেন ক্লাব ফুটবলের সফলতম এই কোচ।
ব্রাজিল জাতীয় ফুটবল দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন