উইলিয়াম শেক্‌সপিয়ারের শিল্পকর্ম সমগ্রের প্রথম চারটি সংস্করণের এক সেট এ মাসে নিলামে তোলা হচ্ছে। আশা করা হচ্ছে, নিলামে এগুলোর দাম সাড়ে চার মিলিয়ন পাউন্ড (৬ মিলিয়ন ডলার) উঠতে পারে। গত মাসে শেক্‌সপিয়ারের ৪৬১তম জন্মদিনে সোথবির নিলামঘর এগুলো বিক্রির ঘোষণা দেয়। এতে বলা হয়, ১৯৮৯ সালের পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ফোলিওর একটি সেট একক লট হিসেবে নিলামে তোলা হবে।

নিলাম সংস্থাটি বিক্রয়মূল্য সাড়ে তিন মিলিয়ন থেকে সাড়ে চার মিলিয়ন পাউন্ডের মধ্যে অনুমান করেছে। ১৬১৬ সালে শেক্‌সপিয়ারের মৃত্যুর পর নাটকগুলো একক খণ্ডে সংগ্রহ করেন তাঁর বন্ধু জন হেমিংস ও হেনরি কন্ডেল। তাঁরা নাট্যদল কিংস মেনের অভিনেতা ও শেয়ারহোল্ডার।

মিস্টার উইলিয়াম শেক্‌সপিয়ার্স কমেডিজ, হিস্টোরিজ অ্যান্ড ট্র্যাজেডি শিরোনামের ফার্স্ট ফোলিওতে ৩৬টি নাটক প্রকাশিত হয়, যার অর্ধেক প্রথমবারের মতো প্রকাশিত হয়। পণ্ডিতেরা বলেন, বইটি না থাকলে ম্যাকবেথ, দ্য টেম্পেস্ট, টুয়েলভথ নাইট-এর মতো নাটকগুলো হয়তো হারিয়ে যেত। সোথবি এই খণ্ডটিকে ‘ইংরেজি সাহিত্যের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশনা’ বলে অভিহিত করেছে।

১৬২৩ সালে প্রথম সংস্করণে প্রায় ৭৫০ কপি মুদ্রিত হয়েছিল, যার মধ্যে ২৩০ কপি আছে বলে জানা যায়। যার বেশির ভাগ জাদুঘর, বিশ্ববিদ্যালয় বা গ্রন্থাগারে সংরক্ষিত আছে। ২০২০ সালে নিলামে ৯ দশমিক ৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল ব্যক্তিগত সংগ্রহে থাকা কয়েক কপি ফার্স্ট ফোলিও।

সূত্র: এপি

গ্রন্থনা: রবিউল কমল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার

শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ