নিলামে উঠছে শেক্সপিয়ারের নাটকের প্রথম সংস্করণ
Published: 3rd, June 2025 GMT
উইলিয়াম শেক্সপিয়ারের শিল্পকর্ম সমগ্রের প্রথম চারটি সংস্করণের এক সেট এ মাসে নিলামে তোলা হচ্ছে। আশা করা হচ্ছে, নিলামে এগুলোর দাম সাড়ে চার মিলিয়ন পাউন্ড (৬ মিলিয়ন ডলার) উঠতে পারে। গত মাসে শেক্সপিয়ারের ৪৬১তম জন্মদিনে সোথবির নিলামঘর এগুলো বিক্রির ঘোষণা দেয়। এতে বলা হয়, ১৯৮৯ সালের পর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ফোলিওর একটি সেট একক লট হিসেবে নিলামে তোলা হবে।
নিলাম সংস্থাটি বিক্রয়মূল্য সাড়ে তিন মিলিয়ন থেকে সাড়ে চার মিলিয়ন পাউন্ডের মধ্যে অনুমান করেছে। ১৬১৬ সালে শেক্সপিয়ারের মৃত্যুর পর নাটকগুলো একক খণ্ডে সংগ্রহ করেন তাঁর বন্ধু জন হেমিংস ও হেনরি কন্ডেল। তাঁরা নাট্যদল কিংস মেনের অভিনেতা ও শেয়ারহোল্ডার।
মিস্টার উইলিয়াম শেক্সপিয়ার্স কমেডিজ, হিস্টোরিজ অ্যান্ড ট্র্যাজেডি শিরোনামের ফার্স্ট ফোলিওতে ৩৬টি নাটক প্রকাশিত হয়, যার অর্ধেক প্রথমবারের মতো প্রকাশিত হয়। পণ্ডিতেরা বলেন, বইটি না থাকলে ম্যাকবেথ, দ্য টেম্পেস্ট, টুয়েলভথ নাইট-এর মতো নাটকগুলো হয়তো হারিয়ে যেত। সোথবি এই খণ্ডটিকে ‘ইংরেজি সাহিত্যের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশনা’ বলে অভিহিত করেছে।
১৬২৩ সালে প্রথম সংস্করণে প্রায় ৭৫০ কপি মুদ্রিত হয়েছিল, যার মধ্যে ২৩০ কপি আছে বলে জানা যায়। যার বেশির ভাগ জাদুঘর, বিশ্ববিদ্যালয় বা গ্রন্থাগারে সংরক্ষিত আছে। ২০২০ সালে নিলামে ৯ দশমিক ৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল ব্যক্তিগত সংগ্রহে থাকা কয়েক কপি ফার্স্ট ফোলিও।
সূত্র: এপি
গ্রন্থনা: রবিউল কমল
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
দাসত্বের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, “বিগত ফ্যাসিস্ট রেজিম যে দাসত্বের সংস্কৃতি চালু করেছিল আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় লেজুরবৃত্তি থেকে বেরিয়ে আসতে হবে।”
বুধবার (৩০ জুলাই) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চৌধুরী রফিকুল আবরার বলেন, “জুলাই ২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতি হিসেবে পুনর্জন্ম লাভ করেছি। গত ১৭ বছর আমরা আমাদের নাগরিকত্ব সপে দিয়েছিলাম একটি ফ্যাসিবাদ সরকারের কাছে। যারা পার্শ্ববর্তী দেশের সঙ্গে দাসত্বের চুক্তি করেছিল। আমরা কখনো ভাবিনি এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে।”
আরো পড়ুন:
কৃষি উপদেষ্টা-চীনা রাষ্ট্রদূত সাক্ষাৎ
আইএমও কাউন্সিল নির্বাচনে জিবুতির সমর্থন চাইল বাংলাদেশ
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “খুন, আয়নাঘর, বিচারহীনতার মধ্য দিয়ে চলছিল এই বাংলাদেশ। এর থেকে পরিত্রাণ তোমরাই দিয়েছো। ছাত্র-জনতার এই অর্জনকে ম্লান হতে দেওয়া যাবে না।”
“নতুন বাংলাদেশে তোমরা নিজেদেরকে আপন স্বকীয়তায় উপস্থাপন করবে, রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে তা তোমরা নির্ধারন করবে। তোমাদের ধৈর্যশীল ও রুচিশীলতার পাশাপাশি উন্নত মনের বিবেকবান ও সুন্দর মনের মানুষের পরিচয় দিতে হবে”, যোগ করেন তিনি।
উপদেষ্টা বলেন, “পেশিশক্তির ব্যবহার রোধ করতে হবে। সহনশীলতা ও সহমর্মিতার সংস্কৃতি চালু করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সহশিক্ষার কার্যক্রমে গুরুত্বারোপের পাশাপাশি সমাজে পিছিয়ে পরাদের এগিয়ে নিতে সহায়তা করতে হবে।”
ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, “নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করে মেলে ধরবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্লোবাল নলেজ বাড়ানোর জন্য বিশ্ব আঙ্গিকে লাইব্রেরিকে উপযুক্ত করতে হবে, যা গবেষণার কাজকে আরো ত্বরান্বিত করবে।”
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।
এসময় উপস্থিত ছিলেন- ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা।
ঢাকা/নূর/মাসুদ