প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, দুর্নীতি বাংলাদেশকে গিলে ফেলছে। এমন কোনো খাত নেই, যেখানে দুর্নীতি নেই। ফলে বাজেট দেওয়া হলেও তা বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হয়ে পড়ে।

মঙ্গলবার রাজধানীর বনানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ।

আনিসুজ্জামান চৌধুরী বলেন, সরকারের ঋণ নিয়ে অনেক কথা হচ্ছে। ঋণ ছাড়া সরকার চলতে পারে না। ঋণ করা খারাপ না, বরং সরকারের ঋণ জনগণের জন্য সঞ্চয়ের মতো। তবে ঋণের টাকা যথাযথভাবে ব্যবহারের বিষয়টি গুরুত্বপূর্ণ। মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, প্রবৃদ্ধির পর্যায়ে মূল্যস্ফীতি খারাপ কিছু না। ইন্দোনেশিয়ায় যখন প্রবৃদ্ধি হয়েছিল, তখন তাদের গড় মূল্যস্ফীতি ছিল ১১ থেকে ১৩ শতাংশ। এটি আসলে রাজনৈতিক ইস্যু; রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। সুদহার বাড়িয়ে এটি কোথাও নিয়ন্ত্রণ করা যায়নি। বরং সুদের হার বাড়ালে ছোট-বড় সবাই আক্রান্ত হয়। মূল্যস্ফীতি কমাতে এ অস্ত্র খুব বেশি কাজ করে না।

সংস্কারের বিষয়ে আনিসুজ্জামান বলেন, ‘সংস্কার খুব কঠিন বিষয়। এর সঙ্গে অনেক তিক্ত রাজনীতি মিশ্রিত রয়েছে। আবার সংস্কারে নির্দিষ্ট কোনো টেক্সট বুক নাই। তাহলে কোন গতিতে যাব, সেটিও নির্দিষ্ট করা নাই। আবার দ্রুত করতে গেলে কলাপস হতে পারে।’

সেমিনারের মূল বক্তব্য পাঠ করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ। তিনি প্রস্তাবিত বাজেটের বেশ কয়েকটি লক্ষ্যকে ‘অতি উচ্চাকাঙ্ক্ষী’ বলে মন্তব্য করেন। বিশেষ করে অভ্যন্তরীণ চাহিদা ঘাটতি, জ্বালানি সীমাবদ্ধতা এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে বেসরকারি বিনিয়োগকে জিডিপির ২৪ দশমিক ৩ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রাকে ‘অতি উচ্চাকাঙ্ক্ষী’ মনে করেন তিনি। তবে বিনিয়োগের এ লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আমদানি, বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বড় ধরনের উন্নতি প্রয়োজন বলে মতামত দেন মাশরুর রিয়াজ। সেই সঙ্গে ৬ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রাকে ‘অসম্ভব’ বলেও উল্লেখ করেন তিনি। মাশরুর রিয়াজ বলেন, বাজেটে বাণিজ্য, আর্থিক সক্ষমতা এবং জনসেবা সরবরাহের ক্ষেত্রে একটি স্পষ্ট সংস্কার রোডম্যাপের অভাব রয়েছে।

বিশ্বের ৩৯টি স্বল্পোন্নত দেশের মধ্যে শিক্ষা ব্যয়ের ক্ষেত্রে বাংলাদেশ তৃতীয়-নিম্নতম স্থানে রয়েছে বলে জানান বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, সরকার সামাজিক অবকাঠামোর চেয়ে ভৌত অবকাঠামোকে অগ্রাধিকার দিয়ে চলেছে। প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অপ্রতুল বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় তিনি দক্ষ মানবসম্পদ তৈরির ওপর জোর দেন।

প্রস্তাবিত বাজেটে ৫ লাখ ৬০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশে এক বছরে এযাবৎকালে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে প্রায় চার লাখ কোটি টাকা। ফলে আগামী এক বছরে ৫ লাখ ৬০ হাজার কোটি রাজস্ব আদায় অসম্ভব।

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি ইতিবাচক পদক্ষেপ রয়েছে বলে মনে করেন। যার মধ্যে রয়েছে প্রণোদনা, কর নিয়ন্ত্রণ ও ব্যাংকিং খাতে কাঠামোগত সংস্কার।

শিল্পোন্নয়নে সংস্থা গঠন এবং বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ পরিষেবার উন্নতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শিল্প খাতে প্রবৃদ্ধি ধরে রাখতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে হবে। এ ছাড়া বিদ্যমান শুল্ক পদ্ধতির অদক্ষতা, নীতিমালার দুর্বল বাস্তবায়ন এবং দুর্বল অবকাঠামোর উন্নয়নেও জোর দেন তিনি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রস ত ব ত ব জ ট র জন ত সরক র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ