ভুট্টা ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
Published: 4th, June 2025 GMT
পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।
বুধবার (৪ জুন) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট এলাকায় ঘটনাটি ঘটে। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়ারা হলেন- ধাক্কামারা ইউনিয়নের বেংহারি পাড়ার সফিউল ইসলামের ছেলে রব্বানী (৩৫), লিয়াকত আলীর ছেলে শাহীন ইসলাম (৪৫) এবং কলেজছাত্র জামিদুল ইসলাম। আহত ব্যক্তির নাম জয় ইসলাম। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
উখিয়ায় আশ্রয়কেন্দ্রের দেয়াল ধসে রোহিঙ্গা যুবক নিহত
হাকিমপুরে বজ্রপাতে নারীর মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গেছে, ধাক্কামারা ইউনিয়নের ১৪ জনের একটি দল চুক্তিতে ফকিরের হাট এলাকার একটি ভুট্টা ক্ষেতে কাজ করছিল। ক্ষেতে আগেই পড়ে ছিল বৈদ্যুতিক লাইনের একটি ছেঁড়া তার। কাজের সময় সেখানে বিদ্যুৎ ছিল না। হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ চালু হলে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান কলেজছাত্র জামিদুল ইসলাম। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রব্বানী ও শাহীন ইসলাম।
আহত জয় ইসলাম বলেন, “ভুট্টা ক্ষেতেই পড়ে ছিল বৈদ্যুতিক লাইনের তার। তখন বিদ্যুৎ ছিল না। হঠাৎ পা ঝিনঝিন করতে থাকে, দেখি অন্যরাও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। আমি দৌঁড়ে গিয়ে বারবার বিদ্যুৎ অফিসে ফোন দেই, কিন্তু কেউ ফোন ধরেনি। পরে আরো অনেকে ফোন দিয়ে জানালে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়। তারপর আমাদের উদ্ধার করে হাসপাতালে নেন এলাকাবাসী। আমার ভাই শাহীন ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ছটফট করছিল।”
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.
ঢাকা/নাঈম/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহত ইসল ম
এছাড়াও পড়ুন:
হাদিকে গুলির ঘটনায় কে এই ফয়সাল করিম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গতকাল পুরানা পল্টনে গুলি করা হয়েছে। প্রথম আলো খোঁজ নিয়ে জানতে পেরেছে, ফয়সাল করিম নামের এই ব্যক্তি কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। তাঁর পুরো নাম ফয়সাল করিম দাউদ খান।