ফোন নম্বর কাজে লাগিয়ে একে অপরকে বার্তা, ছবি বা ভিডিও পাঠানো যায় হোয়াটসঅ্যাপে। শুধু তা-ই নয়, চাইলে যেকোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের খোঁজও মিলে থাকে। কিন্তু ফোন নম্বর প্রকাশের কারণে মাঝেমধ্যেই সরাসরি ফোন করেন অপরিচিত ব্যক্তিরা। ফলে বিরক্ত হন অনেকে। এ সমস্যা সমাধানে ‘ইউজারনেম’ সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সুবিধাটি চালু হলে নিজেদের ফোন নম্বর না প্রকাশ করেই পরিচিত বা অপরিচিত সবার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে (২৫.

১৭.১০.৭০) ইউজারনেম সুবিধা যুক্ত করার কাজ চলছে। সুবিধাটির কার্যকারিতা এখনো পরীক্ষা করা না হলেও কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে তথ্য চুরি, নিরাপদে থাকবেন যেভাবে২৭ মে ২০২৫

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ইউজারনেম সুবিধা চালু হলে ব্যবহারকারীরা অক্ষর ও সংখ্যার সংমিশ্রণে একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে পারবেন। তবে ইউজারনেমে ডট (.) ও আন্ডারস্কোর (_) ছাড়া অন্য কোনো বিশেষ অক্ষর ব্যবহার করা যাবে না। নিরাপত্তার কথা মাথায় রেখে ইউজারনেমের শুরুতে ‘www.’ এবং শেষে ‘.com’ বা অন্য কোনো ডোমেইন যুক্ত করা যাবে না। এ ছাড়া একই ইউজারনেম একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবেন না। কেউ ইউজারনেম পরিবর্তন করলে, বার্তার মাধ্যমে তা অন্যদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে যে ৮ কাজ কখনো করবেন না ১০ জুন ২০২৪

নতুন এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা বর্তমানের তুলনায় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, শিগগিরই সুবিধাটি পরীক্ষামূলকভাবে চালু হতে পারে।

সূত্র: ম্যাশেবল

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য় টসঅ য প ব যবহ র

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ