ময়মনসিংহে ঈদুল আজহার জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জেলার ১৩টি উপজেলায় জামাতের সময় নির্ধারণ করেছে। ইতোমধ্যে জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে মাঠ ও মসজিদ।

ময়মনসিংহ সদর উপজেলা
ময়মনসিংহ সদরের আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। প্রধান জামাতে এখানে ইমামতি করবেন হাফেজ মুফতী আবদুল্লাহ আল মামুন।

বড় মসজিদে সকাল ৮টায়, মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টা ও সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। বলাশপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, বাকৃবি কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৮টায়, চরশশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, বিদ্যাগঞ্জ বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

কর্মস্থলে ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ 

মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় 

মুক্তাগাছা উপজেলা
এই উপজেলার আব্বাছিয়া আলিয়া মাদরাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টা, বড় মসজিদ ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, থানা মসজিদ ঈদগাহে সকাল সাড়ে ৭টায় এবং কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

ফুলবাড়ীয়া উপজেলা
ফুলবাড়ীয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। কৈয়ারচালা ভালকজান চাঁদপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, আমতলী ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, এবং পাঁচ কুশমাইল ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

ত্রিশাল উপজেলা
ত্রিশাল আলহরী কাচারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে সকাল ১০টায়, ত্রিশাল পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় এবং সলিমপুর আমলিতলা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

ভালুকা উপজেলা
ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহে সকাল ৯টায়, ভালুকা উপজেলা পরিষদ মাঠে সকাল সাড়ে ৮টায়, ভালুকা সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে ৮টায় এবং ভালুকা ফাজিল মাদরাসা মাঠে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। 

গফরগাঁও উপজেলা
গফরগাঁও উপজেলা মডেল মসজিদে সকাল ৯টায়, রেল স্টেশন মসজিদ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, ইমামবাড়ী ঈদগাহ মাঠে সকাল ৯টায়, নতুন বাজার জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, জন্মেজয় মধ্যপাড়া রেলপার ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

নান্দাইল উপজেলা
নান্দাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে ৯টায়, আচারগাঁও ফাজিল মাদরাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, অলি মাহমুদ হিফজুল উলুম কওমী মাদরাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা
ঈশ্বরগঞ্জ পৌর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, ঈশ্বরগঞ্জ মার্কাস মসজিদে সকাল ৯টায়, মহেষপুর বগুলার ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, তেলুয়ারী জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

গৌরীপুর উপজেলা
গৌরীপুর পূর্ব দাপুনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, সরকারি কলেজ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, ইসলামাবাদ ফাজিল মাদরাসা ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

ফুলপুর উপজেলা
ফুলপুর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল সাড়ে ৯টায়, বাসট্যান্ড জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, ছনকান্দা বাজার ঈদগাহ মাঠে সকাল ৯টায়, কাজিয়াকান্দা কামীল মাদরাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

হালুয়াঘাট উপজেলা
হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, মারজাকুড়া ঐতিহাসিক ঈদগাহ মাঠে সকাল ১০টায়, ছাতুগাঁও ঈদগাহ মাঠে সকাল ১০টায়, কৈচাপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১০টায় জামাত অনুষ্ঠিত হবে।

তারাকান্দা উপজেলা
তারাকান্দা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে ৮টায়, তারাকান্দা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, মাঝিয়ালী স্বমভাই ঈদগাহ মাঠে সকাল ৯টায়, কাকনী দারুস সুন্নাহ ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ধোবাউড়া উপজেলা
ধোবাউড়া কলাবাগান মাদরাসা ঈদগাহ মাঠে সকাল ৯টায়, উপজেলা মডেল মসজিদে সকাল ৯টায়,  মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, দুধনই ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

ঈদুল আজহার নামাজের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো.

আব্দুর রাজজাক বলেন, ‍“নির্ধারিত সময় অনুযায়ী ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সকলে জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশ করতে হবে মুসল্লিদের।

ঢাকা/মিলন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঈদ উৎসব ঈদ ক ন দ র য় ঈদগ হ ম ঠ মসজ দ ঈদগ হ ম ঠ প র ঈদগ হ ম ঠ ল ম দর স ইসল ম ক র উপজ ল ১০ট য়

এছাড়াও পড়ুন:

ওসির বিরুদ্ধে অভিযোগ তুলে ছেলের মুক্তি চেয়ে কাঁদলেন মা

জমিসংক্রান্ত বিরোধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় সালিশ ডেকে আল-আমিন (২৮) নামে এক যুবককে আটকের পর নগরীর কেওয়াটখালীতে গ্রেপ্তার দেখিয়ে রাজনৈতিক মামলায় জেলে পাঠিয়েছেন থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা আনোয়ারা বেগম। 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে প্রতিকার চেয়ে অঝোরে কাঁদেন তিনি। 

আল-আমিন নগরীর বলাশপুর এলাকার মৃত নুরুল ইসলাম ও আনোয়ারা বেগম দম্পতির সন্তান। ২০২১ সাল থেকে জমি নিয়ে আনোয়ারা বেগম ও প্রকৌশলী মনিরুজ্জামানের দ্বন্দ্ব চলে আসছে। মনিরুজ্জামান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যন্ত্র প্রকৌশল বিভাগের উপ-প্রধান প্রকৌশলী। সেই দ্বন্দ্বের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে আনোয়ারা বেগমের অভিযোগ। 

আনোয়ারা বেগম সংবাদ সম্মেলনে জানান, ২০২১ সালে বলাশপুরে স্বামীর পেনশনের টাকায় তিনি জমি কেনেন। এর আগে ২০০৮ সালে একই দাগে ৪ শতাংশ জমি কেনার দাবি করে ২০২২ সালে জোরপূর্বক জমিতে প্রাচীর দেন মনিরুজ্জামান। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ হলেও সুরাহা হয়নি। ৫ আগস্টের পর জমিতে বাড়ি করার উদ্যোগ নিলে বাধা দেন মনিরুজ্জামান। 

আনোয়ারা বেগম বলেন, ‘‘আমার ছেলে আল-আমিনসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করে মনিরুজ্জামান কোতোয়ালি মডেল থানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে চাঁদাবাজির অভিযোগ করেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে কোতোয়ালি থানার ওসি  শিবিরুল ইসলাম থানায় উভয় পক্ষকে ডাকেন।’’

‘‘শনিবার (২৬ জুলাই) রাত আটটায় থানার মধ্যেই দরবার শুরু হয়। চলে রাত ১২টা পর্যন্ত। দরবারে যখন জমির কাগজপত্র আমাদেরগুলো ঠিক প্রমাণিত হয় তখন ওসি আল-আমিনকে তার রুমে নিয়ে পিটিয়ে হাড়গোড় ভেঙে ফেলার হুমকি দেন। পিছন পিছন আমি গিয়ে প্রতিবাদ করলে আমার সাথেও খারাপ ব্যবহার করেন তিনি। এরপর আল-আমিনকে লকাপে ঢুকিয়ে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করার জন্য চাপ দেন। ছেলে রাজি না হওয়ায় সাজানো রাজনৈতিক মামলায় তাকে জেল পাঠানো হয়েছে।’’ বলে অভিযোগ করেন আনোয়ারা বেগম। 

আনোয়ারা বেগম এ সময় কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘স্বামী মারা যাওয়ার পর মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের মানুষ করেছি। আল-আমিন ক্রোকারিজের ব্যবসা করে পুরো সংসার চালায়। রাজনীতির সাথে কোনোভাবেই সে জড়িত নয়। অথচ ওসি তাকে রাজনৈতিক মামলায় জেলে ঢুকিয়েছে। মনিরুজ্জামানের টাকা ও ক্ষমতার কাছে আমি হেরে গেছি। এই দেশে কোনো বিচার নাই। আমার ছেলে যদি মুক্তি না পায় তাহলে অদূর ভবিষ্যতে সে বিপথে গেলে পুলিশ, সমাজ এবং রাষ্ট্র এ জন্য দায়ী থাকবে।’’

‘‘ওসি সালিশের এক পর্যায়ে প্রভাবিত হয়ে আল-আমিনকে সালিশ থেকে আটক করে রাজনৈতিক মামলায় জেলে ঢুকিয়েছে। এ সময় হাতে-পায়ে ধরেও লাভ হয়নি,’’ উল্লেখ করে আনোয়ারা বেগম কড়জোরে ঘটনার সঠিক বিচারের পাশাপাশি আল-আমিনের মুক্তি দাবি করেন। 

এ দিকে আল-আমিনের বিরুদ্ধে মামলার বিবরণে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি রাত ১টা ৩৫মিনিটে পুলিশের টহল টিম আকুয়া ভাঙ্গাপুল এলাকায় অবস্থানকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সদরের উত্তর দাপুনিয়ার সরকারি পুকুরপাড়ে একদল সন্ত্রাসী রাস্তা বন্ধ করে গাড়ি ভাংচুর ও দাঙ্গাহাঙ্গামা করছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি মশাল, ২০টি লাঠি, ৩০টি ইটের টুকরো, ২৫টি কাচের টুকরো জব্দ করে। এ ঘটনার পরদিন পুলিশ কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। ওই মামলায় আল-আমিনকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।  

এ প্রসঙ্গে ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘‘আল-আমিন যুবলীগ করে। কারণ যুবলীগের নেতাকর্মীদের সাথে তার ছবি রয়েছে।’’

আল-আমিনকে থানায় সালিশ ডেকে পরে আটক করা হয়েছে কিন্তু মামলায় দেখানো হয়েছে তাকে কেওয়াটখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘‘এ
বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ভালো বলতে পারবে।’’

জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, ‘‘আল-আমিনের মা ছেলের মুক্তির দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। আমি শুনেছি। তার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’’
 

মিলন//

সম্পর্কিত নিবন্ধ

  • সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
  • ময়মনসিংহের সেই মিনি চিড়িয়াখানা ও শিশুপার্কের চুক্তি বাতিল, অপসারণের উদ্যোগ
  • ময়মনসিংহে বন্ধুর বাড়িতে যুবকের রক্তাক্ত মরদেহ
  • টাঙ্গাইলে কুকুরের কামড়ে ২৫ জন আহত
  • জমিজমার বিরোধে থানায় সালিসে গিয়ে ‘রাজনৈতিক মামলায়’ গ্রেপ্তার যুবক
  • ওসির বিরুদ্ধে অভিযোগ তুলে ছেলের মুক্তি চেয়ে কাঁদলেন মা
  • ২৪ ঘণ্টায় ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস
  • এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে: হাসনাত
  • প্রাইভেট কারে ঘুরে ফাঁদ পেতে চুরি করতেন অটোরিকশা, আটক ৪
  • বিকেলে এনপিপির পদযাত্রা-সমাবেশ, প্রস্তুত ময়মনসিংহ