বন্দরে স্থানীয় জনতার সহয়তায় শাহ সিমেন্টের ট্রাক থেকে চোরাইকৃত গাড়ী সন্দেহে ২টি অটোগাড়ীসহ ২ যুবককে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ।

আটককৃতরা হলো- সুদূর রাজবাড়ী জেলার ফাংসা থানার গরিয়া এলাকার নুরুল ইসলাম মন্ডলের ছেলে লালন মন্ডল  (৪০) ও সুদূর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার  নতুন ঝাউদিয়া এলাকার ফজলুল হকের ছেলে রুহুল আমিন (৩৩)। 
আটককৃতদের বুধবার (৪ জুন) দুপুরে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার (৪ জুন) সকালে বন্দর থানার মদনগঞ্জস্থ শীতলক্ষ্যা ব্রীজের সামনে শাহ সিমেন্টের গাড়ী থেকে ওই অটোগাড়ী ২টি জব্দসহ এদেরকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে বন্দরে মদনগঞ্জস্থ শীতলক্ষ্যা সেতুর সামনে শাহ সিমেন্টের ট্রাকে করে  ২টি অটোগাড়ী পাচারের সময় স্থানীয় এলাকাবাসী নজরে পরে।

পরে বিষয়টি মদনগঞ্জ ফাঁড়ি পুলিশকে অবগত করলে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে চোরাইকৃত গাড়ী সন্দেহে শাহ সিমেন্ট কোম্পানি গাড়ী থেকে  ২টি অটোগাড়ী জব্দসহ লালন মন্ডল ও রুহুল আমিন নামে ২ জনকে আটক করে। পরে পুলিশ চোরাইকৃত আটোগাড়ী বহনকৃত শাহ সিমেন্টের ট্রাকটি ছেড়ে দেয়।

এ ব্যাপারে  মদনগঞ্জ ফাঁড়ি উপ পরিদর্শক  মোমেরজ জানান, আটককৃতরা অটোগাড়ী ২টি তাদের বলে দাবি করেছে। তারা তাৎক্ষণিক ভাবে বৈধ কাগজপত্র না পারার কারনে আটককৃতদের ৫৪ ধারায় আদালতে প্রেরন করা হয়েছে।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বক ন র য়ণগঞ জ মদনগঞ জ ফ

এছাড়াও পড়ুন:

বন্দরে মদ খেয়ে রাস্তায় মাতলামি, ৫ মাতাল আটক  

মদ খেয়ে রাস্তায় মাতলামি করার সময় বন্দরে  ৫ মাতালকে আটক করেছে পুলিশ। আটককৃত মাতালরা হলো বন্দর থানার চৌধুরী বাড়ি এলাকার ইদ্রিস আলী মিয়ার  ছেলে সাগর (৩০) সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে বাচ্চু (৫২) একই এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে মামুন (৪০)।

সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত মনছুর আলী ছেলে ইকবাল হোসেন (৫০) ও বাগদোবাড়ীয়া এলাকার ইমরান মিয়া মিয়ার ছেলে স্বপন (২৪) ।

পুলিশ আটককৃতদের রোববার (২৭ জুলাই) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শনিবার (২৬ জুলাই)  দিবাগত রাত সাড়ে ৩টায় বন্দর থানার নবীগঞ্জ কবরস্থান সংলগ্ন পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে এদেরকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা গভীর রাতে মাতাল অবস্থায়  রাস্তায় হৈচৈ ও জনমনে বিরক্তি সৃষ্টি করার সময় এদেরকে আটক করা হয়।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • গাংনী সীমান্ত দিয়ে ১৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
  • সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র মামলার আসামি আটক
  • বন্দরে মদ খেয়ে রাস্তায় মাতলামি, ৫ মাতাল আটক  
  • বন্দরে পুলিশের অভিযানে ৫ জুয়ারী আটক