মোশাররফ আর রাজকে নিয়ে চমকে দিলেন ফারিণ
Published: 4th, June 2025 GMT
তাসনিয়া ফারিণকে রোমান্টিক চরিত্রেই দেখে বেশি অভ্যস্ত দর্শকেরা। তাঁকে ‘পাশের বাড়ির মেয়ে’ হিসেবেই পর্দায় বেশি দেখা যায়। কিছু চরিত্রে তাঁকে দেখা গেছে অসহায় তরুণীর চরিত্রে। তবে এবার খোলনলচে পাল্টে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে আসছেন অভিনেত্রী।
আরও পড়ুন‘সাত আট মাস ধরে একটা লোক ফোন ছাড়া, আমি তো ভাবতেই পারি না...’০২ জুন ২০২৫
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘ইনসাফ’-এর টিজারে দেখা মিলেছে ‘অচেনা ফারিণ’-এর। এবার সিনেমার গান ‘আকাশেতে লক্ষ তারা ২.০’–এ দেখা মিলল আবেদনময়ী ফারিণের। আজ সন্ধ্যায় প্রকাশিত হয়েছে সঞ্জয় সমাদ্দারের সিনেমার গানটি।
ড্যান্স নম্বরটির হুকলাইন ‘আকাশেতে লক্ষ তারা’ নেওয়া হয়েছে মিল্টন খন্দকারের লেখা থেকে। ‘কুলি’ সিনেমার সুপারহিট গানটিতে সুর করেছিলেন আলম খান। কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভীন। পর্দায় ছিল ওমর সানি ও পপির দুরন্ত রসায়ন। ছবিটির পরিচালক ছিলেন মনতাজুর রহমান আকবর।
‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানের দৃশ্য। ভিডিও থেকেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার শপথ ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা যোদ্ধাদের
বিজয়ের মাস ঢাকায় এক হলেন একাত্তরে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা; তাঁরা শপথ নিলেন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার।
আজ শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গেরিলা যোদ্ধাদের এই মিলনমেলায় এই বাহিনীর জীবিত সদস্যদের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। দিনভর এই আয়োজন করে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী সমন্বয় কমিটি।
একাত্তরে মুক্তিযুদ্ধে আলাদা গেরিলা বাহিনী গঠন করে অংশ নিয়েছিলেন ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের সদস্যরা। কয়েক হাজার গেরিলা যোদ্ধার এই বাহিনীর নেতৃত্বে ছিলেন কমিউনিস্ট পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ। কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারার যুদ্ধে এই বাহিনীর সদস্যদের আত্মদান মুক্তিযুদ্ধের ইতিহাসে আলোচিত ঘটনা।
স্বাধীনতার পর এই গেরিলা বাহিনীর সদস্যরা মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে অস্ত্র সমর্পণ করেছিলেন। দেড় যুগ আগে আওয়ামী লীগ সরকার গঠনের পর মুক্তিযোদ্ধাদের যে তালিকা করেছিল, তাতে এই বাহিনীর সদস্যদের রাখা হয়নি। পরে উচ্চ আদালতের নির্দেশে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
শহীদ মিনারে মিলনমেলার ঘোষণাপত্র পাঠ করেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি এই গেরিলা বাহিনীর সদস্য ছিলেন, স্বাধীনতার পর অনুষ্ঠিত প্রথম ডাকসু নির্বাচনে ভিপি হয়েছিলেন তিনি।
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার একাত্তরে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর মিলনমেলায় সিপিবির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম